রাজবাড়ী জেলা প্রতিনিধি :
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়া ১৯ কেজি ওজনের একটি বিশাল কাতল মাছ ৫৩ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের চরকর্নেশনা এলাকায় জেলে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে। সকালে দৌলতদিয়ার ছকু মোল্লার আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।
কৃষ্ণ হালদার জানান, ভোরে তিনি তাঁর দল নিয়ে পদ্মা নদীর চরকর্নেশনা এলাকায় জাল ফেলেন। পরে জাল তুলতেই দেখতে পান বড় একটি কাতল আটকা পড়েছে। সকালে দৌলতদিয়ার চকু মোল্লার আড়তে নিয়ে ওজন দিয়ে দেখেন ১৯ কেজি। পরে উন্মুক্ত নিলামে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে ৫৩ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।
শাজাহান শেখ বলেন, পদ্মা নদীর পানি কমার ফলে এখন মাঝেমধ্যে বড় আকৃতির রুই, কাতল, পাঙ্গাশসহ বিভিন্ন জাতের মাছ ধরা পড়ছে। ভোরে ধরা পরা ১৯ কেজির কাতল মাছটি কুষ্টিয়ার এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ৯০০ টাকা কেজি দরে ৫৫ হাজার ১০০ টাকায় বিক্রি করে দিয়েছি।
বড় মাছগুলোর ক্রেতা কারা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সাধারণ এত দাম দিয়ে বড় মাছগুলো প্রবাসী ক্রেতারা তাদের পরিবারের জন্য কিনে থাকেন। এছাড়া ঢাকার বড় শিল্পপতি, ব্যবসায়ী কিংবা হাইপ্রোফাইল লোকজন মাছগুলো সরাসরি আমাদের কাছ থেকে অথবা তৃতীয় পক্ষের মাধ্যমে আমাদের থেকে নিয়ে থাকে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, পদ্মা নদীর পানি কমার সঙ্গে সঙ্গে জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। জেলেরা মাছগুলো বিক্রি করে লাভবান হচ্ছে।
রাজবাড়ী জেলা প্রতিনিধি 
























