স্পোর্টস ডেস্ক :
ক্রিকেটে রীতিমতো অখ্যাত এক নাম সামোয়া। তবে অস্ট্রেলিয়া মহাদেশের ক্রিকেটে অখ্যাত এই দেশের এক ব্যাটার দারিয়ুস ভিস, যে কীর্তি গড়েছেন তা শুনলে চোখ কপালে উঠবে যে কারো। ভিস এই কীর্তি গড়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উপ-আঞ্চলিক পূর্ব এশিয়া-প্যাসিফিক বাছাইপর্ব ইভেন্টে।
মঙ্গলবার (২০ আগস্ট) সামোয়ার আপিয়ায় গার্ডেন ওভালের ২ নম্বর মাঠে ভানুয়াতুর পেসার নালিন নিপিকোরের করা ১৫তম ওভারে ৬ বলে ৬ ছক্কার পাশাপাশি ওভারের তিন নো বল মিলিয়ে নেন ৩৯ রান। যা ক্রিকেটে বিশ্ব রেকর্ড।
ভানুয়াতুর পেসার নালিন নিপিকোর ওভারে ৬ বলে ৬টি ছক্কা মেরেছেন সামোয়ার ব্যাটসম্যান ডারিয়াস ভিসের। এই ওভারে ৩টি নো বলও দেন নিপিকো। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ৩৬।
ঘটনাটি ইনিংসের ১৫তম ওভারের। ওভারের প্রথম তিন বলে মিডউইকেট দিয়ে ৩টি ছক্কা মারেন ভিসের। নিপিকোর পরের বলটিতে আম্পায়ার নো বলের সংকেত দেন। ফ্রি হিটে আবারও ছক্কা হাঁকান ভিসের। পরের বলটি হয় ডট, সেটাও অবশ্য ভাগ্যের ছোঁয়ায়। তাঁর শট সোজা গিয়ে নন স্ট্রাইক এন্ডের স্টাম্পে লাগে। এরপর টানা দুটি বল নো দেন নিপিকো। যার শেষটিতে লং লেগের ওপর দিয়ে ছক্কা মারেন ভিসের। ওভারের শেষ বলটিতেও হয় ছক্কা। এভাবেই উঠেছে ৩৯ রান।
এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে পাঁচবার এক ওভারে ৩৬ রান উঠেছে। প্রথম এই রেকর্ড গড়েছিলেন ভারতের যুবরাজ সিং। তিনি ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৬টি ছক্কা মেরেছিলেন। তাঁর মতো ৬ বলে ৬টি ছক্কা মেরে রেকর্ড ছুঁয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড (২০২১) ও দীপেন্দ্র সিং ঐরী (২০২৪)। এ ছাড়া দুবার ৩৬ রান হয়েছে ওভারে ৬টি ছক্কা না মেরেই।
এ বছরই আফগানিস্তানের বিপক্ষেই করিম জানাতের বিপক্ষে ১ ওভারে ৩৬ রান তুলেছিল ভারত। করেছিলেন দুজন মিলে—রোহিত শর্মা ও রিঙ্কু সিং। আর গত জুনে নিকোলাস পুরান আজমতউল্লাহ ওমরজাইয়ের বিপক্ষে ৩৬ রান তুলেছিলেন লেগ বাই, ওয়াইড ও নো বলের অবদান নিয়ে।সেই ওভারে ব্যাট হাতে তিনি করেছেন ২৬ রান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সামোয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন ভিসের। ৬২ বলে ১৩২ রানের ইনিংসে ছিল ১৪টি ছক্কা, যা টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে পঞ্চম সর্বোচ্চ। সর্বোচ্চ ছক্কার রেকর্ড এস্তোনিয়ার সাহিল চৌহানের—১৮টি।
সামোয়া আগে ব্যাটিং করে তুলেছিল ১৭৪ রান। যার মধ্য একাই ১৩২ রান করেন ভিসের। এক ইনিংসে দলের মোট রানের ৭৫.৮৬ শতাংশই করেছেন তিনি, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। এর আগে এই রেকর্ড ছিল অ্যারন ফিঞ্চের।
অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭২ রানের ইনিংস খেলার পথে ৭৫.১ শতাংশ রান করেছিলেন। সামোয়ার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে সামোয়া অধিনায়ক ক্যালেব জাসমেতের ব্যাট থেকে। তিনি করেছেন ১৬ রান। এরপর বল হাতে ১ উইকেটও নিয়েছেন ভিসের। শেষ পর্যন্ত তাঁর দল জিতেছে ১০ রানে।