Dhaka মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এক-এগারোর আশঙ্কায় তথ্য উপদেষ্টার পোস্ট দায়িত্বহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত : রিজভী

নিজস্ব প্রতিবেদক : 

এক- এগারোর আশঙ্কা করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, সরকারের ভেতর থেকে এই ধরণের কাণ্ডজ্ঞানহীন বক্তব্য করা সঠিক না।

মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তারা কি জনদৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে নিতে চান? সেটা তো অন্তর্বর্তী সরকারের কাজ না। এসময় তিনি বলেন, এরকম বক্তব্যের পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে।

রিজভী বলেন, এটা কোনো উপদেষ্টার পক্ষ থেকে দায়িত্বশীল বক্তব্য হতে পারে না। মানুষের চিন্তা এবং চেতনা পরিপন্থী কোনো কাজ করা অন্তর্বর্তী সরকারের পক্ষে ঠিক হবে না।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন রূপ নেয় এক অভাবনীয়, অবিনাশী গণঅভ্যুত্থানে, যা ইতিহাসের গতিপথ বদলে দেয়।

তিনি বলেন, গত বছরের এই জুলাই বদলে দিয়েছে এই ভূখণ্ডের রাজনৈতিক ধারাবাহিকতা।

রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগের দীর্ঘ দেড় দশকের স্বৈরাচারী শাসন, জুলুম-নিপীড়ন ও ভয়ভীতির বিরুদ্ধে সারা দেশের ছাত্র-জনতা ও নাগরিক সমাজ এক হয়ে দাঁড়িয়েছিল। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে ফ্যাসিবাদের।

তিনি বলেন, জুলাই মাসটা যেন ইতিহাসের পাতায় উৎকীর্ণ দাবানলের অগ্নিময় অধ্যায়। এটি ছিল আত্মপরিচয়ের লড়াই, ন্যায়বিচারের লড়াই—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ১৬ বছরের সংগ্রামের মাইলফলক।

রিজভী দাবি করেন, গত বছরের ৫ আগস্ট শুধু একটি সরকারের পতনের দিন নয়, এটি গণতান্ত্রিক চেতনার পুনর্জাগরণের দিন। আওয়ামী শাসনের দুঃসহ বার্তাবরণে জন্ম নেওয়া ছাত্র-জনতার বীরত্বই এই দিনটিকে ইতিহাসে স্মরণীয় করে তুলেছে।

বিএনপির এই নেতা বলেন, ভোটাধিকার হরণ, গুম, খুন, দমন-পীড়ন, অর্থনৈতিক লুটপাট, কণ্ঠরোধ আর বিচারহীনতার সংস্কৃতি মানুষের হৃদয়ে যে ক্ষতের জন্ম দিয়েছে, তারই প্রতিক্রিয়ায় সৃষ্টি হয় এই গণবিস্ফোরণ।

রিজভী আরও বলেন, এই দিনে ইতিহাস সৃষ্টি হয়—যেখানে ফ্যাসিস্ট সরকার, সংসদ, আদালত, মন্ত্রিসভা ও ধর্মীয় নেতৃত্ব কেউ-ই অবস্থান ধরে রাখতে পারেনি। সবাই পালিয়েছে। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে, তাদের মনে আজও অনুশোচনা নেই।

তিনি উল্লেখ করেন, আজ কিছুক্ষণ আগে জাতির উদ্দেশ্যে দেওয়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে স্পষ্ট করে বলা হয়েছে—কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, মব ভায়োলেন্সে অংশ না নেন, নারীর প্রতি সহিংস আচরণ না করেন, অন্যের স্বাধীনতাকে যেন সম্মান করা হয়।

তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে রিজভী বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব মত-পথের মানুষ নিরাপদে থাকবে। ৫ আগস্ট হোক গণতন্ত্র, সুশাসন ও মানবিকতার শপথের প্রতীক।

তিনি বলেন, এই যাত্রায় বিএনপি দেশের সব গণতন্ত্রকামী মানুষের সহায়তা ও সমর্থন কামনা করছে।

তিনি বলেন, বুধবার (৬ আগস্ট) বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে। এই র‌্যালিতে ঢাকা বিভাগের জেলাগুলো যথাক্রমে টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, গাজীপুর, গাজীপুর মহানগর, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।
ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে বিজয় র‌্যালিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করেন রিজভী।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শেখ মুজিব বাংলাদেশের স্থপতি, তবে শেখ পরিবারের সবাই চোর-ডাকাত : শামীম সাঈদী

এক-এগারোর আশঙ্কায় তথ্য উপদেষ্টার পোস্ট দায়িত্বহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত : রিজভী

প্রকাশের সময় : ০৪:০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

এক- এগারোর আশঙ্কা করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, সরকারের ভেতর থেকে এই ধরণের কাণ্ডজ্ঞানহীন বক্তব্য করা সঠিক না।

মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তারা কি জনদৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে নিতে চান? সেটা তো অন্তর্বর্তী সরকারের কাজ না। এসময় তিনি বলেন, এরকম বক্তব্যের পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে।

রিজভী বলেন, এটা কোনো উপদেষ্টার পক্ষ থেকে দায়িত্বশীল বক্তব্য হতে পারে না। মানুষের চিন্তা এবং চেতনা পরিপন্থী কোনো কাজ করা অন্তর্বর্তী সরকারের পক্ষে ঠিক হবে না।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন রূপ নেয় এক অভাবনীয়, অবিনাশী গণঅভ্যুত্থানে, যা ইতিহাসের গতিপথ বদলে দেয়।

তিনি বলেন, গত বছরের এই জুলাই বদলে দিয়েছে এই ভূখণ্ডের রাজনৈতিক ধারাবাহিকতা।

রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগের দীর্ঘ দেড় দশকের স্বৈরাচারী শাসন, জুলুম-নিপীড়ন ও ভয়ভীতির বিরুদ্ধে সারা দেশের ছাত্র-জনতা ও নাগরিক সমাজ এক হয়ে দাঁড়িয়েছিল। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে ফ্যাসিবাদের।

তিনি বলেন, জুলাই মাসটা যেন ইতিহাসের পাতায় উৎকীর্ণ দাবানলের অগ্নিময় অধ্যায়। এটি ছিল আত্মপরিচয়ের লড়াই, ন্যায়বিচারের লড়াই—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ১৬ বছরের সংগ্রামের মাইলফলক।

রিজভী দাবি করেন, গত বছরের ৫ আগস্ট শুধু একটি সরকারের পতনের দিন নয়, এটি গণতান্ত্রিক চেতনার পুনর্জাগরণের দিন। আওয়ামী শাসনের দুঃসহ বার্তাবরণে জন্ম নেওয়া ছাত্র-জনতার বীরত্বই এই দিনটিকে ইতিহাসে স্মরণীয় করে তুলেছে।

বিএনপির এই নেতা বলেন, ভোটাধিকার হরণ, গুম, খুন, দমন-পীড়ন, অর্থনৈতিক লুটপাট, কণ্ঠরোধ আর বিচারহীনতার সংস্কৃতি মানুষের হৃদয়ে যে ক্ষতের জন্ম দিয়েছে, তারই প্রতিক্রিয়ায় সৃষ্টি হয় এই গণবিস্ফোরণ।

রিজভী আরও বলেন, এই দিনে ইতিহাস সৃষ্টি হয়—যেখানে ফ্যাসিস্ট সরকার, সংসদ, আদালত, মন্ত্রিসভা ও ধর্মীয় নেতৃত্ব কেউ-ই অবস্থান ধরে রাখতে পারেনি। সবাই পালিয়েছে। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে, তাদের মনে আজও অনুশোচনা নেই।

তিনি উল্লেখ করেন, আজ কিছুক্ষণ আগে জাতির উদ্দেশ্যে দেওয়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে স্পষ্ট করে বলা হয়েছে—কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, মব ভায়োলেন্সে অংশ না নেন, নারীর প্রতি সহিংস আচরণ না করেন, অন্যের স্বাধীনতাকে যেন সম্মান করা হয়।

তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে রিজভী বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব মত-পথের মানুষ নিরাপদে থাকবে। ৫ আগস্ট হোক গণতন্ত্র, সুশাসন ও মানবিকতার শপথের প্রতীক।

তিনি বলেন, এই যাত্রায় বিএনপি দেশের সব গণতন্ত্রকামী মানুষের সহায়তা ও সমর্থন কামনা করছে।

তিনি বলেন, বুধবার (৬ আগস্ট) বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে। এই র‌্যালিতে ঢাকা বিভাগের জেলাগুলো যথাক্রমে টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, গাজীপুর, গাজীপুর মহানগর, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।
ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে বিজয় র‌্যালিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করেন রিজভী।