Dhaka মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

এক্সপ্রেসওয়েতে থেমে থাকা বাসে অন্য বাসের ধাক্কায় হেলপার নিহত

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : 

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের পেছনে অন্য বাসের ধাক্কায় এক বাসের হেলপার নিহত হয়েছেন।এতে চালকসহ অন্তত আটজন বাসযাত্রী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার চালতিপাড়া এলাকায় হানিফ ও ইমাদ পরিবহনের দুই বাসের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপারের নাম মো. শরীয়ত (২২)। তিনি ইমাদ পরিবহনের হেলপার।

দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে প্রায় ৪০ মিনিট যান চলাচল বিঘ্নিত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়ামুখী লেনে হানিফ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে আসা ইমাদ পরিবহনের একটি বাস হানিফ পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইমাদ পরিবহনের হেলপার শরিয়াতউল্লাহ ঘটনাস্থলেই মারা যান। নিহত শরিয়াতউল্লাহ পিরোজপুর জেলার হরিনা গাজীপুর গ্রামের জামাল হোসেনের ছেলে।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করে। ঘটনাস্থলে একজন নিহত ও কয়েকজন আহত হন।

হাসাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, হানিফ পরিবহনের বাসটি নষ্ট হয়ে যাওয়ায় রাস্তায় দাঁড়ানো ছিল। এ সময় দ্রুতগতির ইমাদ পরিবহনের বাসটি পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইমাদ পরিবহনের হেলপার মারা যান। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

এক্সপ্রেসওয়েতে থেমে থাকা বাসে অন্য বাসের ধাক্কায় হেলপার নিহত

প্রকাশের সময় : ১১:৪০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : 

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের পেছনে অন্য বাসের ধাক্কায় এক বাসের হেলপার নিহত হয়েছেন।এতে চালকসহ অন্তত আটজন বাসযাত্রী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার চালতিপাড়া এলাকায় হানিফ ও ইমাদ পরিবহনের দুই বাসের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপারের নাম মো. শরীয়ত (২২)। তিনি ইমাদ পরিবহনের হেলপার।

দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে প্রায় ৪০ মিনিট যান চলাচল বিঘ্নিত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়ামুখী লেনে হানিফ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে আসা ইমাদ পরিবহনের একটি বাস হানিফ পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইমাদ পরিবহনের হেলপার শরিয়াতউল্লাহ ঘটনাস্থলেই মারা যান। নিহত শরিয়াতউল্লাহ পিরোজপুর জেলার হরিনা গাজীপুর গ্রামের জামাল হোসেনের ছেলে।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করে। ঘটনাস্থলে একজন নিহত ও কয়েকজন আহত হন।

হাসাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, হানিফ পরিবহনের বাসটি নষ্ট হয়ে যাওয়ায় রাস্তায় দাঁড়ানো ছিল। এ সময় দ্রুতগতির ইমাদ পরিবহনের বাসটি পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইমাদ পরিবহনের হেলপার মারা যান। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।