Dhaka মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন লামিয়া

পটুয়াখালী জেলা প্রতিনিধি : 

পটুয়াখালীর বাউফল উপজেলার লামিয়া বেগম (২২) নামে এক নারী একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে বরিশাল ডায়াবেটিক হাসপাতালে স্বাভাবিকভাবে তিন ছেলে ও দুই মেয়ে নবজাতকের জন্ম দেন তিনি।

লামিয়া উপজেলার কালিশুরী ইউনিয়নের সিংগাখালী বাহেরচর গ্রামের সোহেল হাওলাদারের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে প্রসব বেদনা উঠলে লামিয়া বেগমকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক ডা. মশিউর রহমানের তত্ত্বাবধানে সফলভাবে প্রসব সম্পন্ন হয়। মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন।

ডা. মশিউর রহমান বলেন, একসঙ্গে পাঁচ শিশুর জন্ম বিরল ঘটনা। তবে সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে, যা চিকিৎসা বিজ্ঞানের জন্যও আনন্দের খবর।

লামিয়া বেগমের চাচা রাফসান আলম রিজন বলেন, আমরা আল্লাহর অশেষ রহমতে খুবই খুশি। একসঙ্গে পাঁচটি সন্তানের জন্ম আমাদের পরিবারের জন্য অনন্য আশীর্বাদ। প্রথমে সবাই একটু ভয় পেয়েছিলাম, কিন্তু আল্লাহর কৃপায় মা ও পাঁচ নবজাতকই সুস্থ আছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন লামিয়া

প্রকাশের সময় : ০৯:২৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

পটুয়াখালী জেলা প্রতিনিধি : 

পটুয়াখালীর বাউফল উপজেলার লামিয়া বেগম (২২) নামে এক নারী একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে বরিশাল ডায়াবেটিক হাসপাতালে স্বাভাবিকভাবে তিন ছেলে ও দুই মেয়ে নবজাতকের জন্ম দেন তিনি।

লামিয়া উপজেলার কালিশুরী ইউনিয়নের সিংগাখালী বাহেরচর গ্রামের সোহেল হাওলাদারের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে প্রসব বেদনা উঠলে লামিয়া বেগমকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক ডা. মশিউর রহমানের তত্ত্বাবধানে সফলভাবে প্রসব সম্পন্ন হয়। মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন।

ডা. মশিউর রহমান বলেন, একসঙ্গে পাঁচ শিশুর জন্ম বিরল ঘটনা। তবে সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে, যা চিকিৎসা বিজ্ঞানের জন্যও আনন্দের খবর।

লামিয়া বেগমের চাচা রাফসান আলম রিজন বলেন, আমরা আল্লাহর অশেষ রহমতে খুবই খুশি। একসঙ্গে পাঁচটি সন্তানের জন্ম আমাদের পরিবারের জন্য অনন্য আশীর্বাদ। প্রথমে সবাই একটু ভয় পেয়েছিলাম, কিন্তু আল্লাহর কৃপায় মা ও পাঁচ নবজাতকই সুস্থ আছে।