নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, কীসের আন্দোলন করতে চান? আপনাদের আন্দোলনের হেতু কি? সরকারের পরিবর্তন হলে নির্বাচনের মাধ্যমে সম্ভব, নির্বাচন ছাড়া কখনো বৈধভাবে সম্ভব না। আরেকটি আছে অগণতান্ত্রিক পন্থায়। এই দেশের মানুষ সেটা কখনো চায় না।
শনিবার (১১ মে) মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে বক্তৃতায় তিনি একথা বলেন।
হানিফ বলেন, বাংলাদেশের মানুষ কখনো অবৈধ পন্থায় সরকার গঠনের সুযোগ দেবে না। যারাই চেষ্টা করেছে তাদের অতীতে যেমন এই দেশের মানুষ রাজপথে প্রতিহত করেছে, ভবিষ্যতেও তেমনি দেশের মানুষ এসব চক্রান্ত নস্যাৎ করে দেবে। শেখ হাসিনার নেতৃত্বে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে উন্নয়ন অগ্রগতির ধারায় এগিয়ে যাব।
ক্ষমতা পরিবর্তনের একমাত্র মাধ্যম নির্বাচন মন্তব্য করে তিনি বলেন, স্থানীয় নির্বাচনের মাধ্যমে যেমন স্থানীয় মানুষের ভাগ্য পরিবর্তন করা যায়, তেমনি জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করা যায়। কিন্তু আপনারা তো নির্বাচনে আসেন না, তাহলে আপনাদের আন্দোলনের হেতুটা কি?
তিনি আরও বলেন, মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়, অগ্রগতি চায়। পেছন দিকে ফিরে যেতে চায় না। হত্যা-অবরোধের মাধ্যমে জ্বালাও-পোড়াও পছন্দ করে না। বাংলাদেশকে নিয়ে বিশ্বের মানুষ একসময় হতাশা প্রকাশ করেছিল। এখন তারাই বলছে ২০৩১ সালের মধ্যে উন্নয়নশীল আর ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লায়লী প্রমুখ।