নিজস্ব প্রতিবেদক :
কোনো একটি দল বা গোষ্ঠীর উদ্দেশ্য সাধনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাজী আসাদুজ্জামানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে এ অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, মাঠ সমতল না করে অসমতল রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ ছাত্রদের প্রতারিত করেছেন। ডাকসু ও জাকসু নির্বাচনের মতো আগামী নির্বাচনে উদ্দেশ্যমূলক ফলাফল হবে কিনা সেই শঙ্কা দেখা দিয়েছে।
তিনি বলেন, ডাকসু-জাকসু নির্বাচনের মতো কাউকে জিতিয়ে দেওয়ার নীলনকশা হলে সরকারকে জনগণ ছেড়ে দেবে না। শেখ হাসিনার মতো নীলনকশা বাস্তবায়ন করে কাউকে জিতিয়ে দেওয়ার পাঁয়তারা করলে জনগণ তা মেনে নেবে না।
রুহুল কবির রিজভী বলেন, ডাকসু নির্বাচনে অনিয়ম হয়েছে, নীলক্ষেত থেকে বাড়তি ব্যালট ছাপানো হয়েছে। ঢাবির ভিসি সমান্তরাল মাঠ তৈরি না করেই নির্বাচন আয়োজন করেছেন। যার অভিযোগ কমিশন আমলে নেয়নি। এর মধ্য দিয়ে সাধারণ ছাত্রদের সাথে প্রতারণা করা হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, একটি গোষ্ঠী অশুভ উদ্দেশ্য নিয়ে কাজ করছে। সরকারের দৃষ্টিসীমায় থেকেই এগুলো করা হচ্ছে, ফলে তাদের ভূমিকা নিয়ে জনমনে অসন্তোষ দেখা দিয়েছে।
রুহুল কবির রিজভী বলেন, ব্যালট পেপার যেখানে সেখানে পড়ে থাকার ঘটনা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। এসব নিয়ে সরকারের নীরব অবস্থান প্রশ্নবিদ্ধ। এই প্রক্রিয়া চলতে থাকলে আগামী জাতীয় নির্বাচন ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।