Dhaka রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

একজনের নামে সর্বোচ্চ সাতটি সিম নিবন্ধন, ভোটের আগে বাস্তবায়ন : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : 

জাতীয় নির্বাচনের আগে প্রতি ব্যক্তির নামে রেজিস্ট্রেশনকৃত সিমকার্ড কমিয়ে আনা হবে বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, একজন ব্যক্তির সর্বোচ্চ সাতটি করে সিম থাকতে পারে।

রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একজনের সিমকার্ড ব্যবহার করে অন্যজন অপরাধ করে। এতে করে প্রকৃত দোষী ব্যক্তি অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থাকে। এজন্য ব্যক্তি পর্যায়ে রেজিস্ট্রেশন করা সিমকার্ড কমিয়ে আনা হবে। কোনো ঘটনা ঘটার পর দেখা যায় সিমটি সেই ব্যক্তির নয়। নির্বাচনের আগে সিমকার্ড কমিয়ে আনা হবে।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি জাতীয় নির্বাচনের আগে একজন ব্যক্তি সর্বোচ্চ সাতটি সিমকার্ড নিজের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।

সুষ্ঠু নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকালীন তো কতগুলো ঘটনা ঘটে। আমাদের দেশে দেখা যায় যে নির্বাচনকালে স্বামী এবং স্ত্রীও একেক জন একেক দিকে, ঘরে ভাগাভাগি হয়ে যায়। এরকম ছোটখাটো ঘটনা ঘটতে থাকে। দেখা যায় চেয়ারম্যান নির্বাচনে স্বামীও দাঁড়িয়েছে স্ত্রী ও দাঁড়িয়েছে। আবার দেখা যায় ছেলে দাঁড়িয়ে আছে বাবাও দাঁড়িয়ে। এগুলো আমার মনে হয় রাজনৈতিক দল তারা তাদের মধ্যে সমাধান করবে। রাজনৈতিক দলগুলো যদি সমাধান করে ফেলে, জনগণ যদি সচেতন থাকে তাহলে নির্বাচন আল্লাহ দিলে ভালো হবে।

এক প্রশ্নের উত্তরে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আপনারা জানেন যে রাউজান এবং রামু এ জায়গাগুলো পুরো পাহাড়ও না আবার পুরো সমতলও না। এ এলাকাগুলো আগে থেকে কিন্তু গণ্ডগোলের এলাকা। এটা আগের থেকে কিন্তু কমে আসছে, তারপরও এ ঘটনাগুলো ঘটছে। এ ঘটনা যাতে কমিয়ে আনা যায় সেজন্য চেষ্টা চলছে।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করার চেষ্টা চলছে। রাজনৈতিক দলগুলো কিছু সমস্যার সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন সুন্দর হবে। বিভিন্ন ক্ষেত্রে পদায়ন এবং বদলির ক্ষেত্রে কোন অনিয়ম হচ্ছে না দাবি করে তিনি যে কোনও অনিয়মের খবর প্রকাশ করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ির অনুমতি দেয়ায় তার নিরাপত্তা নিয়ে কোন শংকা আছে কিনা এমন প্রশ্নের সরাসরি কোন উত্তর না দিয়ে তিনি বলেন, অন্য কেউ চাইলেও অনুমতি তেয়া হবে। সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

উত্তরা-আগারগাঁও পথে মেট্রো চলাচল শুরু

একজনের নামে সর্বোচ্চ সাতটি সিম নিবন্ধন, ভোটের আগে বাস্তবায়ন : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের সময় : ০২:৪২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

জাতীয় নির্বাচনের আগে প্রতি ব্যক্তির নামে রেজিস্ট্রেশনকৃত সিমকার্ড কমিয়ে আনা হবে বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, একজন ব্যক্তির সর্বোচ্চ সাতটি করে সিম থাকতে পারে।

রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একজনের সিমকার্ড ব্যবহার করে অন্যজন অপরাধ করে। এতে করে প্রকৃত দোষী ব্যক্তি অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থাকে। এজন্য ব্যক্তি পর্যায়ে রেজিস্ট্রেশন করা সিমকার্ড কমিয়ে আনা হবে। কোনো ঘটনা ঘটার পর দেখা যায় সিমটি সেই ব্যক্তির নয়। নির্বাচনের আগে সিমকার্ড কমিয়ে আনা হবে।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি জাতীয় নির্বাচনের আগে একজন ব্যক্তি সর্বোচ্চ সাতটি সিমকার্ড নিজের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।

সুষ্ঠু নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকালীন তো কতগুলো ঘটনা ঘটে। আমাদের দেশে দেখা যায় যে নির্বাচনকালে স্বামী এবং স্ত্রীও একেক জন একেক দিকে, ঘরে ভাগাভাগি হয়ে যায়। এরকম ছোটখাটো ঘটনা ঘটতে থাকে। দেখা যায় চেয়ারম্যান নির্বাচনে স্বামীও দাঁড়িয়েছে স্ত্রী ও দাঁড়িয়েছে। আবার দেখা যায় ছেলে দাঁড়িয়ে আছে বাবাও দাঁড়িয়ে। এগুলো আমার মনে হয় রাজনৈতিক দল তারা তাদের মধ্যে সমাধান করবে। রাজনৈতিক দলগুলো যদি সমাধান করে ফেলে, জনগণ যদি সচেতন থাকে তাহলে নির্বাচন আল্লাহ দিলে ভালো হবে।

এক প্রশ্নের উত্তরে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আপনারা জানেন যে রাউজান এবং রামু এ জায়গাগুলো পুরো পাহাড়ও না আবার পুরো সমতলও না। এ এলাকাগুলো আগে থেকে কিন্তু গণ্ডগোলের এলাকা। এটা আগের থেকে কিন্তু কমে আসছে, তারপরও এ ঘটনাগুলো ঘটছে। এ ঘটনা যাতে কমিয়ে আনা যায় সেজন্য চেষ্টা চলছে।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করার চেষ্টা চলছে। রাজনৈতিক দলগুলো কিছু সমস্যার সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন সুন্দর হবে। বিভিন্ন ক্ষেত্রে পদায়ন এবং বদলির ক্ষেত্রে কোন অনিয়ম হচ্ছে না দাবি করে তিনি যে কোনও অনিয়মের খবর প্রকাশ করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ির অনুমতি দেয়ায় তার নিরাপত্তা নিয়ে কোন শংকা আছে কিনা এমন প্রশ্নের সরাসরি কোন উত্তর না দিয়ে তিনি বলেন, অন্য কেউ চাইলেও অনুমতি তেয়া হবে। সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।