Dhaka বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষায় মামাতো বোনের ‘প্রক্সি’ দিতে এসে তরুণী আটক

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : 

মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজকেন্দ্রে এইচএসসি পরীক্ষায় মামাতো বোনের প্রক্সি দিতে এসে সাদিয়া আক্তার (২২) নামে একজন আটক হয়েছে। এ ঘটনায় মূল পরীক্ষার্থী জেসিয়া আক্তারকে (২০) বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের সরকারি হরগঙ্গা কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জেসিয়া মুন্সীগঞ্জ পৌরসভার রনছ হাওলাপাড়া এলাকার জব্বার দেওয়ানের মেয়ে ও আটক সাদিয়া একই এলাকার আওলাদ হোসেনের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি হরগঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. নুরুল ইসলাম।

কলেজ সূত্রে জানা গেছে, সরকারি হরগঙ্গা কলেজে পরীক্ষা দিতে আসেন জেসিয়া আক্তার। পরীক্ষা চলাকালে উপস্থিতির খাতায় সই করার সময় পরীক্ষকের সন্দেহ হয়। পরে রেজিস্ট্রেশন কার্ডের ছবির সঙ্গে জেসিয়ার মিল না পেয়ে তার পরীক্ষা স্থগিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়।

আটকের পর জেসিয়া আক্তার জানান, মামাতো বোন সাদিয়া আক্তার মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল। অসুস্থতার কারণে আজকের পরীক্ষা দিতে আসতে না পারায় তার হয়ে পরীক্ষায় দিতে আসেন তিনি।

সরকারি হরগঙ্গা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. নুরুল ইসলাম বলেন, ভুয়া পরীক্ষার্থীকে ইউএনওর কাছে তুলে দেওয়া হয়েছে। প্রকৃত পরীক্ষার্থী সাদিয়া আক্তারকে এইচএসসি পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। তার সব কাগজপত্র কেন্দ্রে পাঠানো হবে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আফিফা খান বলেন, ভুয়া পরীক্ষার্থী মামাতো বোনের হয়ে প্রক্সি দিতে আসে। সে জানিয়েছে তার বোন অসুস্থ তাই তার হয়ে একটি পরীক্ষায় অংশ নিতে এসেছে। আটক শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে পাঠানো হয়েছে। সার্বিক বিবেচনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

এইচএসসি পরীক্ষায় মামাতো বোনের ‘প্রক্সি’ দিতে এসে তরুণী আটক

প্রকাশের সময় : ০৪:২৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : 

মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজকেন্দ্রে এইচএসসি পরীক্ষায় মামাতো বোনের প্রক্সি দিতে এসে সাদিয়া আক্তার (২২) নামে একজন আটক হয়েছে। এ ঘটনায় মূল পরীক্ষার্থী জেসিয়া আক্তারকে (২০) বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের সরকারি হরগঙ্গা কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জেসিয়া মুন্সীগঞ্জ পৌরসভার রনছ হাওলাপাড়া এলাকার জব্বার দেওয়ানের মেয়ে ও আটক সাদিয়া একই এলাকার আওলাদ হোসেনের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি হরগঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. নুরুল ইসলাম।

কলেজ সূত্রে জানা গেছে, সরকারি হরগঙ্গা কলেজে পরীক্ষা দিতে আসেন জেসিয়া আক্তার। পরীক্ষা চলাকালে উপস্থিতির খাতায় সই করার সময় পরীক্ষকের সন্দেহ হয়। পরে রেজিস্ট্রেশন কার্ডের ছবির সঙ্গে জেসিয়ার মিল না পেয়ে তার পরীক্ষা স্থগিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়।

আটকের পর জেসিয়া আক্তার জানান, মামাতো বোন সাদিয়া আক্তার মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল। অসুস্থতার কারণে আজকের পরীক্ষা দিতে আসতে না পারায় তার হয়ে পরীক্ষায় দিতে আসেন তিনি।

সরকারি হরগঙ্গা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. নুরুল ইসলাম বলেন, ভুয়া পরীক্ষার্থীকে ইউএনওর কাছে তুলে দেওয়া হয়েছে। প্রকৃত পরীক্ষার্থী সাদিয়া আক্তারকে এইচএসসি পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। তার সব কাগজপত্র কেন্দ্রে পাঠানো হবে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আফিফা খান বলেন, ভুয়া পরীক্ষার্থী মামাতো বোনের হয়ে প্রক্সি দিতে আসে। সে জানিয়েছে তার বোন অসুস্থ তাই তার হয়ে একটি পরীক্ষায় অংশ নিতে এসেছে। আটক শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে পাঠানো হয়েছে। সার্বিক বিবেচনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।