Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

উরসে বাকবিতণ্ডার জেরে দুইপক্ষের সংঘর্ষ, নিহত ১

হবিগঞ্জ জেলা প্রতিনিধি : 

হবিগঞ্জে উরসে বাকবিতণ্ডার জেরে দুপক্ষের সংঘর্ষে আব্দুল ছোবান (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামের ওয়াহিদুজ্জামান এবং রফিক মিয়ার মধ্যে বুধবার রাতে স্থানীয় একটি মোকামে ওরসে কথা কাটাকাটি হয়। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়াও হয়। বিষয়টি মিমাংসার জন্য বৃহস্পতিবার সালিশ বৈঠক বসে। সালিশে দুইপক্ষের লোকজন লঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের লাঠির আঘাতে আব্দুল ছোবান (৬০) ঘটনাস্থলেই মারা যান। এতে উভয়পক্ষের আরও ২০ জন আহত হন।

ওসি জানান, ওরসে ঝগড়াকে কেন্দ্র করে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও কোনো মামলা হয়নি। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

উরসে বাকবিতণ্ডার জেরে দুইপক্ষের সংঘর্ষ, নিহত ১

প্রকাশের সময় : ০৪:০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪

হবিগঞ্জ জেলা প্রতিনিধি : 

হবিগঞ্জে উরসে বাকবিতণ্ডার জেরে দুপক্ষের সংঘর্ষে আব্দুল ছোবান (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামের ওয়াহিদুজ্জামান এবং রফিক মিয়ার মধ্যে বুধবার রাতে স্থানীয় একটি মোকামে ওরসে কথা কাটাকাটি হয়। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়াও হয়। বিষয়টি মিমাংসার জন্য বৃহস্পতিবার সালিশ বৈঠক বসে। সালিশে দুইপক্ষের লোকজন লঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের লাঠির আঘাতে আব্দুল ছোবান (৬০) ঘটনাস্থলেই মারা যান। এতে উভয়পক্ষের আরও ২০ জন আহত হন।

ওসি জানান, ওরসে ঝগড়াকে কেন্দ্র করে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও কোনো মামলা হয়নি। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।