Dhaka রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অর্থ উপদেষ্টা

‘উন্নয়নমূলক কর্মকাণ্ডের শুধুমাত্র কাগজ কলমে থাকলে হবে না বরং বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে’

নিজস্ব প্রতিবেদক : 

উন্নয়নমূলক কর্মকাণ্ডের হিসাব শুধুমাত্র কাগজ কলমে থাকলে হবে না বরং বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২৬ মে) রাজধানীর একটি হোটেলে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশের যৌথ আয়োজনে ‘উন্নয়নমূলক প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, অতীতে অনেক অপ্রয়োজনীয় ও অতিরিক্ত খরুচে প্রকল্প হাতে নেওয়া হতো। মানুষের জন্য এমন প্রকল্পই গ্রহণ করা দরকার, যাতে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয়।

তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় নীতি-নৈতিকতা, ও স্বচ্ছতাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। যে সমস্ত প্রজেক্ট হাতে নেয়া হয় সেগুলো সাধারণ মানুষকেও জানানো উচিত। এতে প্রকল্প সম্পর্কে সব শ্রেণি-পেশার মানুষের কাছে একটা ধারণা থাকে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, অনেক প্রতিষ্ঠান আছে যারা অযোগ্য হওয়া স্বত্বেও কাজ পেয়ে যায়।এতে প্রত্যাশিত ফল সেই প্রকল্প থেকে পাওয়া যায় না। এক্ষেত্রে এসব প্রতিষ্ঠানে স্বচ্ছ অডিটিংয়ে গুরুত্ব দিলে প্রত্যাশিত ফল পাওয়া যাবে।

উপদেষ্টা বলেন, আগে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক তথ্য দেয়া হতো যা ভুল ও ম্যানুপুলেট করা। অযোগ্য অনেক প্রজেক্টে অনেক টাকা খরচ করা হয় যা থেকে প্রত্যাশিত ফল পাওয়া যায় না। শুধুমাত্র নাম্বারের ভিত্তিতে কোন প্রতিষ্ঠানকে বিবেচনা করলে হবে না। সামগ্রিক বিবেচনায় একটি প্রতিষ্ঠানকে বিবেচনা করলে আশানুরূপ ফল পাওয়া যাবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাঁচ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

অর্থ উপদেষ্টা

‘উন্নয়নমূলক কর্মকাণ্ডের শুধুমাত্র কাগজ কলমে থাকলে হবে না বরং বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে’

প্রকাশের সময় : ০৭:৫৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

উন্নয়নমূলক কর্মকাণ্ডের হিসাব শুধুমাত্র কাগজ কলমে থাকলে হবে না বরং বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২৬ মে) রাজধানীর একটি হোটেলে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশের যৌথ আয়োজনে ‘উন্নয়নমূলক প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, অতীতে অনেক অপ্রয়োজনীয় ও অতিরিক্ত খরুচে প্রকল্প হাতে নেওয়া হতো। মানুষের জন্য এমন প্রকল্পই গ্রহণ করা দরকার, যাতে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয়।

তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় নীতি-নৈতিকতা, ও স্বচ্ছতাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। যে সমস্ত প্রজেক্ট হাতে নেয়া হয় সেগুলো সাধারণ মানুষকেও জানানো উচিত। এতে প্রকল্প সম্পর্কে সব শ্রেণি-পেশার মানুষের কাছে একটা ধারণা থাকে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, অনেক প্রতিষ্ঠান আছে যারা অযোগ্য হওয়া স্বত্বেও কাজ পেয়ে যায়।এতে প্রত্যাশিত ফল সেই প্রকল্প থেকে পাওয়া যায় না। এক্ষেত্রে এসব প্রতিষ্ঠানে স্বচ্ছ অডিটিংয়ে গুরুত্ব দিলে প্রত্যাশিত ফল পাওয়া যাবে।

উপদেষ্টা বলেন, আগে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক তথ্য দেয়া হতো যা ভুল ও ম্যানুপুলেট করা। অযোগ্য অনেক প্রজেক্টে অনেক টাকা খরচ করা হয় যা থেকে প্রত্যাশিত ফল পাওয়া যায় না। শুধুমাত্র নাম্বারের ভিত্তিতে কোন প্রতিষ্ঠানকে বিবেচনা করলে হবে না। সামগ্রিক বিবেচনায় একটি প্রতিষ্ঠানকে বিবেচনা করলে আশানুরূপ ফল পাওয়া যাবে।