নিজস্ব প্রতিবেদক :
উন্নত চিকিৎসার জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুকে থাইল্যান্ডের ব্যাংক নেওয়া হচ্ছে। সেখানকার বুমরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হসপিটালে তাকে ভর্তি করানোর কথা রয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১টা ৪০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি বিমানে তাকে ব্যাংককে নেওয়া হচ্ছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মিন্টুকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককের বুমরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হসপিটালে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, আজ দুপুর ১টা ৪০ মিনিটে থাই এয়ারওজের একটি বিমানে তাকে ব্যাংকক নেওয়ার কথা রয়েছে।
বুকে ব্যথা অনুভব করায় গত শুক্রবার (১৯ এপ্রিল) রাত ২টার দিকে মিন্টুকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থা জানার জন্য তিনটি পরীক্ষা করা হয়।