ঝালকাঠি জেলা প্রতিনিধি :
উদ্বোধনের দুই মাসেই ধসে পড়েছে ঝালকাঠির একটি ঢালাই সড়কের গাইড ওয়াল। কয়েকদিনের টানা বৃষ্টিতে গাবখান ব্রিজের পূর্ব ঢাল কিফাইতনগর থেকে অনিল মাঝির খেয়াঘাট পর্যন্ত দেড় কিলোমিটার আরসিসি ঢালাই সড়কের এ ধস দেখা দেয়। একে নিম্নমানের কাজের ফল বলে অভিযোগ করছেন স্থানীয়রা।
জানা গেছে, ঝালকাঠি শহরের ৭ নম্বর ওয়ার্ডের ওই দেড় কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে উঠলে ২০২৩-২৪ অর্থবছরে উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্পে (সিটিসিআরপি) রাস্তাটি আরসিসি ঢালাই দিয়ে নির্মাণ করা হয়। এতে ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার ৭৪১ টাকা ব্যয় নির্ধারণ করে গাইড ওয়াল দিয়ে রাস্তার কাজ শুরু করে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরির্বতনের পরে সরাসরি পৌরসভার তত্ত্বাবধানে আরসিসি ঢালাই দিয়ে রাস্তাটি নির্মাণ কাজ সম্পন্ন করে। গত ৮ মে বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার সড়কটির ভিত্তিফলক উন্মোচন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসক আশরাফুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেন উপস্থিত ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, পূর্বের ঠিকাদার দায়সারাভাবে নিম্নমানের গাইড ওয়াল নির্মাণ করেন। খালের পাড়ে গাইড ওয়াল সংরক্ষণে কোনো ধরনের পাইলিংয়ের ব্যবস্থা করা হয়নি। কাজের মান যাচাই না করেই প্রেক্ষাপট পরিবর্তনের পরে সেই গাইড ওয়ালের উপরেই আরসিসি ঢালাই দিয়ে রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন করেন।
কয়েকদিনের অবিরাম বর্ষণে গাইড ওয়ালের পাশের মাটি সরে যাওয়ায় ধসে পড়েছে। এখন রাস্তার একপাশ শূন্যের উপরে ঝুলছে। ভারি কোনো যানবাহন চলাচল করলে রাস্তাও খালে ধসে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। দেড় কোটিরও বেশি টাকা ব্যয়ে নির্মিত রাস্তাটি রক্ষায় অতিদ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল হাসান বলেন, রাস্তার কাজ ও কাজের মান সবই ঠিক আছে। রাস্তার এস্টিমেট তৈরির সময় খালের পাড়ে পাইলিংয়ের কাজ না ধরায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দ্রুত সংস্কার করে রাস্তাটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছি। দ্রুতই সংস্কার করা করা হবে।