Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

উদ্ধার হওয়া সেই নবজাতককে বিদায় জানালেন ঢামেক পরিচালক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৪:০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
  • ১৮৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা মেডিকেল থেকে চুরি হওয়ার পর উদ্ধার নবজাতক আব্দুল্লাহ ও তার মা শাহিনা আক্তারকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক আনুষ্ঠানিকভাবে তাদেরকে বিদায় জানান। এ সময় শিশুটির মায়ের হাতে কিছু উপহারসামগ্রী তুলে দেন তিনি।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাদের ছাড়পত্র দেওয়া হয় বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

তিনি বলেন, গত ৩১ আগস্ট ঢাকা মেডিকেলের ১০৬ নম্বর ওয়ার্ড থেকে আব্দুল্লাহ নামে তিনদিন বয়সী এক নবজাতক চুরি হয়। পরে গত শনিবার (২ সেপ্টেম্বর) রাতে পুলিশ কামরাঙ্গীরচর থেকে নবজাতকটিকে উদ্ধার করে। পরে নবজাতকটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। আজ দুপুরে চিকিৎসা শেষে নবজাতক ও তার মাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সেসময় ওই নবজাতকের মা-বাবাকে আমার পক্ষ থেকে আব্দুল্লাহর জন্য খেলনাসহ কিছু উপহারসামগ্রী দেওয়া হয়।

শিশুটির মা শাহিনা আক্তার বলেন, বাচ্চা চুরি হওয়ার পর মনে করেছিলাম বাচ্চা ছাড়াই হাসপাতাল থেকে চলে যেতে হবে। তবে সেই বাচ্চা ফেরত পেয়েছি আর বাচ্চাসহ বাসায় যাচ্ছি। এটা আমাদের জন্য যে কত আনন্দের, সেটা বলে বুঝাতে পারবো না।

বাবা হিরন মিয়া বলেন, হাসপাতালের পরিচালক, ডাক্তার ও নার্সসহ সবার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। তারা সার্বক্ষণিক চিকিৎসা দিয়েছেন ও খোঁজখবর নিয়েছেন। আব্দুল্লাহকে উদ্ধারের জন্য পুলিশ অনেক পরিশ্রম করেছে। আজ আমরা মিরপুর রূপনগরের বাসায় চলে যাচ্ছি।

উল্লেখ্য, ২৯ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম হয় শিশু আব্দুল্লাহর। তবে জন্মের ৩ দিনের মাথায় ৩১ আগস্ট ১০৬ নম্বর ওয়ার্ডে ঘুমন্ত মায়ের পাশ থেকে চুরি হয় আব্দুল্লাহ। ঘটনার পর শাহবাগ থানায় শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আর তাদের সন্দেহভাজন চোর পাশের বেডে ভর্তি নুসরাত শম্পা নামে এক নারীকে নজরদারিতে রাখে পুলিশ। এরপর গত ২ সেপ্টেম্বর রাতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে বাচ্চাটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। গ্রেফতার করা হয় একই ওয়ার্ডে ভর্তি থাকা নুসরাত শম্পাসহ তার শাশুড়ি, স্বামী ও ননদকে।

আবহাওয়া

বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় ৮ কর কর্মকর্তা বরখাস্ত

উদ্ধার হওয়া সেই নবজাতককে বিদায় জানালেন ঢামেক পরিচালক

প্রকাশের সময় : ০৪:০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা মেডিকেল থেকে চুরি হওয়ার পর উদ্ধার নবজাতক আব্দুল্লাহ ও তার মা শাহিনা আক্তারকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক আনুষ্ঠানিকভাবে তাদেরকে বিদায় জানান। এ সময় শিশুটির মায়ের হাতে কিছু উপহারসামগ্রী তুলে দেন তিনি।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাদের ছাড়পত্র দেওয়া হয় বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

তিনি বলেন, গত ৩১ আগস্ট ঢাকা মেডিকেলের ১০৬ নম্বর ওয়ার্ড থেকে আব্দুল্লাহ নামে তিনদিন বয়সী এক নবজাতক চুরি হয়। পরে গত শনিবার (২ সেপ্টেম্বর) রাতে পুলিশ কামরাঙ্গীরচর থেকে নবজাতকটিকে উদ্ধার করে। পরে নবজাতকটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। আজ দুপুরে চিকিৎসা শেষে নবজাতক ও তার মাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সেসময় ওই নবজাতকের মা-বাবাকে আমার পক্ষ থেকে আব্দুল্লাহর জন্য খেলনাসহ কিছু উপহারসামগ্রী দেওয়া হয়।

শিশুটির মা শাহিনা আক্তার বলেন, বাচ্চা চুরি হওয়ার পর মনে করেছিলাম বাচ্চা ছাড়াই হাসপাতাল থেকে চলে যেতে হবে। তবে সেই বাচ্চা ফেরত পেয়েছি আর বাচ্চাসহ বাসায় যাচ্ছি। এটা আমাদের জন্য যে কত আনন্দের, সেটা বলে বুঝাতে পারবো না।

বাবা হিরন মিয়া বলেন, হাসপাতালের পরিচালক, ডাক্তার ও নার্সসহ সবার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। তারা সার্বক্ষণিক চিকিৎসা দিয়েছেন ও খোঁজখবর নিয়েছেন। আব্দুল্লাহকে উদ্ধারের জন্য পুলিশ অনেক পরিশ্রম করেছে। আজ আমরা মিরপুর রূপনগরের বাসায় চলে যাচ্ছি।

উল্লেখ্য, ২৯ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম হয় শিশু আব্দুল্লাহর। তবে জন্মের ৩ দিনের মাথায় ৩১ আগস্ট ১০৬ নম্বর ওয়ার্ডে ঘুমন্ত মায়ের পাশ থেকে চুরি হয় আব্দুল্লাহ। ঘটনার পর শাহবাগ থানায় শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আর তাদের সন্দেহভাজন চোর পাশের বেডে ভর্তি নুসরাত শম্পা নামে এক নারীকে নজরদারিতে রাখে পুলিশ। এরপর গত ২ সেপ্টেম্বর রাতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে বাচ্চাটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। গ্রেফতার করা হয় একই ওয়ার্ডে ভর্তি থাকা নুসরাত শম্পাসহ তার শাশুড়ি, স্বামী ও ননদকে।