Dhaka বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরা পূর্ব থানার ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : 

হত্যা মামলায় গ্রেফতার সাবেক ওসি শাহ আলমের পালিয়ে যাওয়ার ঘটনায় এবার রাজধানীর উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবউল্লাহকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে এ ঘটনায় এএসই সাজ্জাদকে সাময়িক বরখাস্ত করা হয়।

ডিএমপি কমিশনার বলেন, এই ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটিতে রয়েছে এসি উত্তরা এবং উত্তরা পশ্চিম থানার ওসি।

এর আগে এই ঘটনায় একই থানার এএসাই সাজ্জাদকে সাময়িক বরখাস্ত করা হয়।

পালিয়ে যাওয়া ওসিকে গ্রেফতারে যৌথ বাহিনী অভিযান অব্যাহত রেখেছে। ইতোমধ্যে ডিএমপির পক্ষ থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পালানোর অভিযোগে শাহ আলমের নামে মামলাও করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) হত্যা মামলায় গ্রেফতার উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলম থানা থেকে পালিয়ে যান। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে গত ২ সেপ্টেম্বর শাহ আলমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় বুধবার (৮ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এমন সময় তিনি কৌশলে পালিয়ে যান।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানার ওসি ছিলেন মো. শাহ আলম (৪২)। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কুষ্টিয়ায় ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে তাকে বদলি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই কর্মরত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

উত্তরা পূর্ব থানার ওসি প্রত্যাহার

প্রকাশের সময় : ০৯:১৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

হত্যা মামলায় গ্রেফতার সাবেক ওসি শাহ আলমের পালিয়ে যাওয়ার ঘটনায় এবার রাজধানীর উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবউল্লাহকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে এ ঘটনায় এএসই সাজ্জাদকে সাময়িক বরখাস্ত করা হয়।

ডিএমপি কমিশনার বলেন, এই ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটিতে রয়েছে এসি উত্তরা এবং উত্তরা পশ্চিম থানার ওসি।

এর আগে এই ঘটনায় একই থানার এএসাই সাজ্জাদকে সাময়িক বরখাস্ত করা হয়।

পালিয়ে যাওয়া ওসিকে গ্রেফতারে যৌথ বাহিনী অভিযান অব্যাহত রেখেছে। ইতোমধ্যে ডিএমপির পক্ষ থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পালানোর অভিযোগে শাহ আলমের নামে মামলাও করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) হত্যা মামলায় গ্রেফতার উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলম থানা থেকে পালিয়ে যান। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে গত ২ সেপ্টেম্বর শাহ আলমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় বুধবার (৮ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এমন সময় তিনি কৌশলে পালিয়ে যান।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানার ওসি ছিলেন মো. শাহ আলম (৪২)। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কুষ্টিয়ায় ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে তাকে বদলি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই কর্মরত ছিলেন।