নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর উত্তরা পূর্ব থানায় এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় ইউসুফ হোসেন (৩২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) ভোর চারটার দিকে উত্তরার বিএনএস ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাসিন্দা হলেও উত্তরার আজমপুর কাঁচাবাজার সংলগ্ন দেওয়ানবাড়ি এলাকায় বসবাস করতেন।
হাসপাতালে নিয়ে আসা ইউসুফ হোসেনের বোনজামাই সাইদুল ইসলাম বলেন, আমার বোনজামাই একজন মাছ ব্যবসায়ী। ভ্যানে করে তিনি মাছ বিক্রি করেন। ভোরের দিকে মাছ নিয়ে উত্তরা বিএনএস সেন্টারের বিপরীত পাশে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। খবর পেয়ে তাঁকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে ভোর সাড়ে পাঁচটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 

























