Dhaka বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরাঞ্চলের মঙ্গা দূর করেছে সরকার : নৌ প্রতিমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৫:১৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
  • ২২০ জন দেখেছেন

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দিনাজপুর-রংপুর অঞ্চল আগে মঙ্গা কবলিত ছিলো। কিন্তু সেই বাস্তবতা বদলে গেছে। এখন এই অঞ্চলে আগের মতো দারিদ্র্য নেই।

প্রতিমন্ত্রী বলেন, এই অঞ্চলের মানুষকে যারা মঙ্গা কবলিত রেখেছিলো, তারাই আজ রাজনৈতিক মঙ্গায় নিমজ্জিত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলেই সবাই মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ রোববার (২৪শে জুলাই) দিনাজপুরের বিরলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী।

বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফছানা কাওছার। বক্তব্য রাখেন বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিক সাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রমাকান্ত রায়সহ আরও অনেকে। সবশেষে প্রতিমন্ত্রী উপজেলার মুলুক দেওয়ান পুকুরে মৎস্য অবমুক্ত করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর

উত্তরাঞ্চলের মঙ্গা দূর করেছে সরকার : নৌ প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৫:১৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দিনাজপুর-রংপুর অঞ্চল আগে মঙ্গা কবলিত ছিলো। কিন্তু সেই বাস্তবতা বদলে গেছে। এখন এই অঞ্চলে আগের মতো দারিদ্র্য নেই।

প্রতিমন্ত্রী বলেন, এই অঞ্চলের মানুষকে যারা মঙ্গা কবলিত রেখেছিলো, তারাই আজ রাজনৈতিক মঙ্গায় নিমজ্জিত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলেই সবাই মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ রোববার (২৪শে জুলাই) দিনাজপুরের বিরলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী।

বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফছানা কাওছার। বক্তব্য রাখেন বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিক সাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রমাকান্ত রায়সহ আরও অনেকে। সবশেষে প্রতিমন্ত্রী উপজেলার মুলুক দেওয়ান পুকুরে মৎস্য অবমুক্ত করেন।