Dhaka রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

উড্ডয়নের পরপর ইঞ্জিন বিকল, যুক্তরাষ্ট্রে বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টোকিওগামী একটি ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানের উড্ডয়নের পরপরই ইঞ্জিন বিকল হয়ে যায়। বিমানটি পরে নিরাপদভাবে জরুরি অবতরণ করেছে।

রোববার (১৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির কেন্দ্রীয় বিমান প্রশাসন।

ইউনাইটেড এয়ারলাইন্সের এক মুখপাত্র জানিয়েছেন, উড্ডয়নের কিছু সময়ের মধ্যে বিমানের একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। বিমানে ২৭৫ যাত্রী ও ১৫ জন ক্রু ছিলেন। তবে তাদের মধ্যে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এক্সে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে ডুলস বিমানবন্দরের রানওয়ের পাশ থেকে সাদা ধোঁয়া বের হচ্ছে। বিমানবন্দরটি ওয়াশিংটন ডিসি থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি যুক্তরাষ্ট্রের রাজধানীর প্রাণকেন্দ্র থেকে সবচেয়ে কাছের বিমানবন্দর।

বোয়িং ৭৭৭-২০০ মডেলের বিমানটি ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট ৮০৩ নামে চালাত। কেন্দ্রীয় বিমান প্রশাসন জানিয়েছে, তারা এ ঘটনা তদন্ত করবে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বিমানের ইঞ্জিনের একটি কভার আলাদা হয়ে যায় এবং এতে আগুন ধরে যায়। ওই আগুনের ফলে রানওয়ের পাশের ঘাসে আগুন ধরে।

মেট্রোপলিটান ওয়াশিংটন বিমাবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ছোট এ আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ইউনাইটেড এয়ারলাইন্সের মুখপাত্র জানিয়েছেন, যাত্রীদের তাদের মূল গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য অন্য একটি বিমান ব্যবহার করা হবে।

আবহাওয়া

৬ মাসে ১৮ কেজি ওজন কমালেন বাঁধন

উড্ডয়নের পরপর ইঞ্জিন বিকল, যুক্তরাষ্ট্রে বিমানের জরুরি অবতরণ

প্রকাশের সময় : ১২:৩৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টোকিওগামী একটি ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানের উড্ডয়নের পরপরই ইঞ্জিন বিকল হয়ে যায়। বিমানটি পরে নিরাপদভাবে জরুরি অবতরণ করেছে।

রোববার (১৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির কেন্দ্রীয় বিমান প্রশাসন।

ইউনাইটেড এয়ারলাইন্সের এক মুখপাত্র জানিয়েছেন, উড্ডয়নের কিছু সময়ের মধ্যে বিমানের একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। বিমানে ২৭৫ যাত্রী ও ১৫ জন ক্রু ছিলেন। তবে তাদের মধ্যে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এক্সে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে ডুলস বিমানবন্দরের রানওয়ের পাশ থেকে সাদা ধোঁয়া বের হচ্ছে। বিমানবন্দরটি ওয়াশিংটন ডিসি থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি যুক্তরাষ্ট্রের রাজধানীর প্রাণকেন্দ্র থেকে সবচেয়ে কাছের বিমানবন্দর।

বোয়িং ৭৭৭-২০০ মডেলের বিমানটি ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট ৮০৩ নামে চালাত। কেন্দ্রীয় বিমান প্রশাসন জানিয়েছে, তারা এ ঘটনা তদন্ত করবে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বিমানের ইঞ্জিনের একটি কভার আলাদা হয়ে যায় এবং এতে আগুন ধরে যায়। ওই আগুনের ফলে রানওয়ের পাশের ঘাসে আগুন ধরে।

মেট্রোপলিটান ওয়াশিংটন বিমাবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ছোট এ আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ইউনাইটেড এয়ারলাইন্সের মুখপাত্র জানিয়েছেন, যাত্রীদের তাদের মূল গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য অন্য একটি বিমান ব্যবহার করা হবে।