আন্তর্জাতিক ডেস্ক :
কানাডার ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের ঠিক আগে এয়ার ইন্ডিয়ার এক পাইলটকে মদ্যপ অবস্থায় বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে। কানাডার পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ‘ট্রান্সপোর্ট কানাডা’ এই ঘটনাকে ‘গুরুতর বিষয়’ হিসেবে উল্লেখ করে এয়ার ইন্ডিয়াকে তদন্তের নির্দেশ দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত ২৩ ডিসেম্বর ভ্যাঙ্কুভার থেকে দিল্লিগামী এআই-১৮৬ ফ্লাইটের ওই পাইলটের শরীরে অ্যালকোহলের উপস্থিতি পাওয়ার পর তাকে ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়।
উড্ডয়নের আগে কানাডিয়ান পুলিশের পরিচালিত দুটি ব্রেথলাইজার টেস্টে ওই পাইলট ডিউটির জন্য ‘অনুপযুক্ত’ বলে প্রমাণিত হন। ভ্যাঙ্কুভার বিমানবন্দরের ডিউটি-ফ্রি দোকানের এক কর্মী ওই পাইলটের মুখে মদের গন্ধ পেয়ে কর্তৃপক্ষকে সতর্ক করলে এই পরীক্ষা চালানো হয়।
ট্রান্সপোর্ট কানাডা এয়ার ইন্ডিয়াকে পাঠানো চিঠিতে জানিয়েছে, অভিযুক্ত পাইলট এবং এয়ারলাইন্স কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানায়, গত ২৩ ডিসেম্বরের ওই ফ্লাইটটি শেষ মুহূর্তে বিলম্বিত হয় এবং বিকল্প পাইলট দিয়ে ফ্লাইটটি পরিচালনা করা হয়। অভিযুক্ত পাইলটকে বর্তমানে উড্ডয়ন ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত চলছে।
বিবৃতিতে সংস্থাটি বলেছে, নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে এয়ার ইন্ডিয়া জিরো-টলারেন্স নীতি অনুসরণ করে। তদন্তে দোষী সাব্যস্ত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন এয়ার ইন্ডিয়া তাদের নিরাপত্তা মান নিয়ে তীব্র সমালোচনার মুখে রয়েছে।
এর আগে গত বছরের ১২ জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ড্রিমলাইনার বিধ্বস্ত হয়ে ২৬০ জনের মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকে এয়ারলাইন্সটির কার্যক্রম কঠোর নজরদারিতে রয়েছে।
সম্প্রতি ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) এয়ার ইন্ডিয়ার চারজন পাইলটকে শোকজ করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি ও সিস্টেম ডাউন থাকার খবর আগে থেকে জানা সত্ত্বেও তারা ফ্লাইট পরিচালনা করতে রাজি হয়েছিলেন।
কানাডার নিয়ম অনুযায়ী, উড্ডয়নের ১২ ঘণ্টা আগে কোনো পাইলট বা ক্রু সদস্য মদ্যপান করতে পারেন না। ট্রান্সপোর্ট কানাডা আগামী ২৬ জানুয়ারির মধ্যে এয়ার ইন্ডিয়ার কাছে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে গৃহীত পদক্ষেপের বিস্তারিত জানতে চেয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক 
























