Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

উড়ালসড়কে আপাতত চলছে না বিআরটিসির বাস

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১০:১১:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
  • ১৮৫ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

বিকেলে সিদ্ধান্ত দিয়ে রাতেই তা পাল্টে ফেলল বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সংস্থাটির ৭৯টি বাস এখনই চলবে না।

রোববার (৩ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে বাংলানিউজকে এ তথ্য জানান বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। তবে বিকেল তিনি জানিয়েছিলেন, সোমবার থেকে বাসগুলো চলবে।

এখনই বাস না চলার বিষয়ে রাতে বিআরটিসি চেয়ারম্যান বলেন, আমরা এখনই চালু করছি না। এক্সপ্রেসওয়ের র‌্যাম্পগুলো পরিদর্শন করে সিদ্ধান্ত নেব কবে থেকে চালু করা যায়।

আর বিকেলে তিনি গণমাধ্যমকে বলেছিলেন, সাধারণ যাত্রীদের সুবিধার্থে আগামীকাল (সোমবার) থেকে বাসগুলো চলাচল করবে। যাত্রীরা যাতে কম সময়ে নির্বিঘ্নে চলাচল করতে পারেন সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিআরটিসি চেয়ারম্যান জানান, গাজীপুর থেকে বিমানবন্দর হয়ে উড়ালসড়ক দিয়ে তেজগাঁও-ফার্মগেট হয়ে বিভিন্ন রুটে চলবে এসব বাস। ভাড়াও নেওয়া হবে বর্তমান তালিকা অনুযায়ী। যাত্রী বাড়লে ভবিষ্যতে এসি বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন। রোববার ভোর ৬টা থেকে তা উন্মুক্ত করে দেওয়া হয়।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

উড়ালসড়কে আপাতত চলছে না বিআরটিসির বাস

প্রকাশের সময় : ১০:১১:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

বিকেলে সিদ্ধান্ত দিয়ে রাতেই তা পাল্টে ফেলল বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সংস্থাটির ৭৯টি বাস এখনই চলবে না।

রোববার (৩ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে বাংলানিউজকে এ তথ্য জানান বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। তবে বিকেল তিনি জানিয়েছিলেন, সোমবার থেকে বাসগুলো চলবে।

এখনই বাস না চলার বিষয়ে রাতে বিআরটিসি চেয়ারম্যান বলেন, আমরা এখনই চালু করছি না। এক্সপ্রেসওয়ের র‌্যাম্পগুলো পরিদর্শন করে সিদ্ধান্ত নেব কবে থেকে চালু করা যায়।

আর বিকেলে তিনি গণমাধ্যমকে বলেছিলেন, সাধারণ যাত্রীদের সুবিধার্থে আগামীকাল (সোমবার) থেকে বাসগুলো চলাচল করবে। যাত্রীরা যাতে কম সময়ে নির্বিঘ্নে চলাচল করতে পারেন সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিআরটিসি চেয়ারম্যান জানান, গাজীপুর থেকে বিমানবন্দর হয়ে উড়ালসড়ক দিয়ে তেজগাঁও-ফার্মগেট হয়ে বিভিন্ন রুটে চলবে এসব বাস। ভাড়াও নেওয়া হবে বর্তমান তালিকা অনুযায়ী। যাত্রী বাড়লে ভবিষ্যতে এসি বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন। রোববার ভোর ৬টা থেকে তা উন্মুক্ত করে দেওয়া হয়।