Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

উগান্ডার কাছে হোঁচট খেলে জিম্বাবুয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৫১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
  • ১৮৪ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর যৌথভাবে বসতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। ২০২৪ সালের এই বিশ্বকাপকে সামনে রেখে আফ্রিকা অঞ্চলের বাছাই পর্ব অনুষ্ঠিত হচ্ছে। নামিবিয়ায় আয়োজিত এই বাছাই পর্বে ইতিহাস রচনা করেছে উগান্ডা। প্রথমবার খেলতে নেমেই জয় পেল দলটি। জিম্বাবুয়েকে ৫ উইকেটে বিধ্বস্ত করে প্রথমবারের মতো কোন টেস্ট মর্যাদা থাকা দলকে পরাজিত করেছে উগান্ডা। এই হারের ফলে শঙ্কায় পড়েছে সিকান্দার রাজাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার স্বপ্ন।

রোববার (২৬ নভেম্বর) নামিবিয়ায় অনুষ্ঠিত আফ্রিকার অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ১১তম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হয় উগান্ডা। শন উইলিয়ামসনদের দেওয়া ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখে ৫ উইকেটের ঐতিহাসিক জয় তুলে নেয় উগান্ডা।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই বিপাকে পড়ে জিম্বাবুয়ে। প্রথম ওভারেই রানের খাতা না খুলে সাজঘরের পথ ধরেন ওপেনার মারুমানি। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন শন উইলিয়ামস ও ইনোসেন্ট কায়া। তাদের জুটি প্রাথমিক বিপর্যয় সামাল দিলেও অষ্টম ওভারে দলীয় ৪৩ রানে উইলিয়ামস ফিরে গেলে রানের চাকা থেমে যায় জিম্বাবুয়ের। নিয়মিত বিরতিতে উইকেট হারানো শুরু করলে দলের হাল ধরেন অধিনায়ক সিকান্দার রাজা। এই অলরাউন্ডারের ব্যাটে চড়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রানের পুঁজি পায় রায়ান বার্লরা।

২৩ বলে ২৩ রান করেন ওপেনার ইনোসেন্ট কাইয়া। ২৪ বলে ২১ রান করেন শন উইলিয়ামস। ১৩ রান করেন রায়ান বার্ল। উগান্ডার হয়ে ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন দিনেশ নাকরানি। ৩ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন হেনরি সেনিওন্দো।

১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই চাপে পড়ে উগান্ডা। ৪ ওভারের ভেতর ১২ রানে ২ উইকেট হারিয়ে ম্যাচ থেকে এক প্রকার ছিটকে যায় ব্রায়ান মাসাবার দল। তবে তৃতীয় উইকেট জুটিতে আল্পেস রামজানি ও রজার মকাশার জুটিতে ম্যাচে ফিরে উগান্ডা।

এই জুটি ১৫তম ওভারে স্কোরবোর্ডে ৯৫ রান তুলে সাজঘরে ফিরে গেলেও ম্যাচের হাল ধরেন রিয়াজাত আলী শাহ ও দীনেশ নাক্রানি। শেষ দিকে এই দুই ব্যাটারের জুটিতে ৫ বল হাতে রেখেই ৫ উইকেটের ঐতিহাসিক জয় তুলে নেয় উগান্ডা। এই জয়ে পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এসেছে উগান্ডা। অপরদিকে তিন ম্যাচে দুই হারে বিশ্বকাপের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে চার নম্বরে থাকা জিম্বাবুয়ের।

জিম্বাবুয়ের বাছাইপর্ব শুরু হয়েছিল স্বাগতিক নামিবিয়ার কাছে ৭ উইকেটে হেরে। কোচ ডেভ হটন যে পরাজয়কে বলেছিলেন ‘লজ্জাজনক’। অবশ্য পরের ম্যাচে তানজানিয়াকে উড়িয়ে দিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় জিম্বাবুয়ে। কিন্তু আজ উগান্ডার কাছে আবার হোঁচট খেল তারা।

৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে এখন তালিকার চার নম্বরে আছে জিম্বাবুয়ে। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকান অঞ্চলের বাছাইপর্ব থেকে সুযোগ পাবে দুটি দল। ৩টি করে ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে নামিবিয়া ও কেনিয়া। তিনে থাকা উগান্ডার ৩ ম্যাচে পয়েন্ট ৪। বাকি ৩টি ম্যাচ জিতলেও জিম্বাবুয়ের সর্বোচ্চ পয়েন্ট হবে ৮। সেটি যথেষ্ট নাও হতে পারে গত আসরে খেলা দলটির। গতবার প্রথম রাউন্ডে গ্রুপের শীর্ষে থাকলেও সুপার টুয়েলভে নিজেদের গ্রুপের তলানিতে থেকে শেষ করায় পরের বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারায় তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের চূড়ান্ত বাছাইপর্বে এই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের চারে চলে গেছে জিম্বাবুয়ে। ৩ ম্যাচ খেলে তাদের জয় মাত্র একটি। এই অঞ্চলের ৭ দলের মধ্যে সেরা ২ দল সুযোগ পাবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

উগান্ডার কাছে হোঁচট খেলে জিম্বাবুয়

প্রকাশের সময় : ০৯:৫১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর যৌথভাবে বসতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। ২০২৪ সালের এই বিশ্বকাপকে সামনে রেখে আফ্রিকা অঞ্চলের বাছাই পর্ব অনুষ্ঠিত হচ্ছে। নামিবিয়ায় আয়োজিত এই বাছাই পর্বে ইতিহাস রচনা করেছে উগান্ডা। প্রথমবার খেলতে নেমেই জয় পেল দলটি। জিম্বাবুয়েকে ৫ উইকেটে বিধ্বস্ত করে প্রথমবারের মতো কোন টেস্ট মর্যাদা থাকা দলকে পরাজিত করেছে উগান্ডা। এই হারের ফলে শঙ্কায় পড়েছে সিকান্দার রাজাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার স্বপ্ন।

রোববার (২৬ নভেম্বর) নামিবিয়ায় অনুষ্ঠিত আফ্রিকার অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ১১তম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হয় উগান্ডা। শন উইলিয়ামসনদের দেওয়া ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখে ৫ উইকেটের ঐতিহাসিক জয় তুলে নেয় উগান্ডা।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই বিপাকে পড়ে জিম্বাবুয়ে। প্রথম ওভারেই রানের খাতা না খুলে সাজঘরের পথ ধরেন ওপেনার মারুমানি। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন শন উইলিয়ামস ও ইনোসেন্ট কায়া। তাদের জুটি প্রাথমিক বিপর্যয় সামাল দিলেও অষ্টম ওভারে দলীয় ৪৩ রানে উইলিয়ামস ফিরে গেলে রানের চাকা থেমে যায় জিম্বাবুয়ের। নিয়মিত বিরতিতে উইকেট হারানো শুরু করলে দলের হাল ধরেন অধিনায়ক সিকান্দার রাজা। এই অলরাউন্ডারের ব্যাটে চড়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রানের পুঁজি পায় রায়ান বার্লরা।

২৩ বলে ২৩ রান করেন ওপেনার ইনোসেন্ট কাইয়া। ২৪ বলে ২১ রান করেন শন উইলিয়ামস। ১৩ রান করেন রায়ান বার্ল। উগান্ডার হয়ে ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন দিনেশ নাকরানি। ৩ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন হেনরি সেনিওন্দো।

১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই চাপে পড়ে উগান্ডা। ৪ ওভারের ভেতর ১২ রানে ২ উইকেট হারিয়ে ম্যাচ থেকে এক প্রকার ছিটকে যায় ব্রায়ান মাসাবার দল। তবে তৃতীয় উইকেট জুটিতে আল্পেস রামজানি ও রজার মকাশার জুটিতে ম্যাচে ফিরে উগান্ডা।

এই জুটি ১৫তম ওভারে স্কোরবোর্ডে ৯৫ রান তুলে সাজঘরে ফিরে গেলেও ম্যাচের হাল ধরেন রিয়াজাত আলী শাহ ও দীনেশ নাক্রানি। শেষ দিকে এই দুই ব্যাটারের জুটিতে ৫ বল হাতে রেখেই ৫ উইকেটের ঐতিহাসিক জয় তুলে নেয় উগান্ডা। এই জয়ে পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এসেছে উগান্ডা। অপরদিকে তিন ম্যাচে দুই হারে বিশ্বকাপের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে চার নম্বরে থাকা জিম্বাবুয়ের।

জিম্বাবুয়ের বাছাইপর্ব শুরু হয়েছিল স্বাগতিক নামিবিয়ার কাছে ৭ উইকেটে হেরে। কোচ ডেভ হটন যে পরাজয়কে বলেছিলেন ‘লজ্জাজনক’। অবশ্য পরের ম্যাচে তানজানিয়াকে উড়িয়ে দিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় জিম্বাবুয়ে। কিন্তু আজ উগান্ডার কাছে আবার হোঁচট খেল তারা।

৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে এখন তালিকার চার নম্বরে আছে জিম্বাবুয়ে। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকান অঞ্চলের বাছাইপর্ব থেকে সুযোগ পাবে দুটি দল। ৩টি করে ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে নামিবিয়া ও কেনিয়া। তিনে থাকা উগান্ডার ৩ ম্যাচে পয়েন্ট ৪। বাকি ৩টি ম্যাচ জিতলেও জিম্বাবুয়ের সর্বোচ্চ পয়েন্ট হবে ৮। সেটি যথেষ্ট নাও হতে পারে গত আসরে খেলা দলটির। গতবার প্রথম রাউন্ডে গ্রুপের শীর্ষে থাকলেও সুপার টুয়েলভে নিজেদের গ্রুপের তলানিতে থেকে শেষ করায় পরের বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারায় তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের চূড়ান্ত বাছাইপর্বে এই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের চারে চলে গেছে জিম্বাবুয়ে। ৩ ম্যাচ খেলে তাদের জয় মাত্র একটি। এই অঞ্চলের ৭ দলের মধ্যে সেরা ২ দল সুযোগ পাবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে।