Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

উগান্ডায় আবাসিক স্কুলে হামলায় নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক : 

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার একটি আবাসিক স্কুলে সন্ত্রাসী হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আরও আট জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৭ জুন) স্থানীয় পুলিশের বরাতে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে অবস্থিত উগান্ডার একটি গ্রুপ অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) এমপন্ডওয়ের লুবিরিরা মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার (১৬ জুন) রাতে হামলা চালায়। তারা গভীর রাতে ছাত্রাবাস পুড়িয়ে দেয় এবং খাবার লুট করে। স্কুলটি কঙ্গোর ও উগান্ডার সীমান্ত থেকে দুই কিলোমিটারেরও কম দূরে অবস্থিত।

উগান্ডা পুলিশ বাহিনীর মুখপাত্র ফ্রেড এনানগা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বলেন, একটি ছাত্রাবাস পুড়ে গেছে এবং খাদ্যের গুদাম চুরি হয়েছে। এখন পর্যন্ত ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে স্কুল থেকে। সেইসব লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত আট জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। তবে নিহতের মধ্যে কতজন শিক্ষার্থী আছে- সেই সম্পর্কে দেশটির কর্তৃপক্ষ এখন পর্যন্ত কিছু বলেনি।

নিহতদের মধ্যে কতজন স্কুলছাত্র তা এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, বেশ কয়েকজন শিক্ষার্থী এখনও নিখোঁজ রয়েছে।

এডিএফের বিরুদ্ধে এর আগে ডাকাতি, মানবপাচার, হত্যা ও মাদক বাণিজ্যে সংশ্লিষ্টতার বহু অভিযোগ রয়েছে, কিন্তু স্কুলে হামলার অভিযোগ এই প্রথম উঠল এই গোষ্ঠীর বিরুদ্ধে।

এর আগে ১৯৯৮ সালের জুনে, ডিআরসি সীমান্তের কাছে কিচওয়াম্বা টেকনিক্যাল ইনস্টিটিউটে হামলায় ৮০ জন ছাত্রকে তাদের ছাত্রাবাসে পুড়িয়ে মারা হয়েছিল। অপহরণ করা হয়েছিল শতাধিক শিক্ষার্থীকে। সূত্র : বিবিসি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক : দুদক চেয়ারম্যান

উগান্ডায় আবাসিক স্কুলে হামলায় নিহত ২৫

প্রকাশের সময় : ০২:৩১:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার একটি আবাসিক স্কুলে সন্ত্রাসী হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আরও আট জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৭ জুন) স্থানীয় পুলিশের বরাতে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে অবস্থিত উগান্ডার একটি গ্রুপ অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) এমপন্ডওয়ের লুবিরিরা মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার (১৬ জুন) রাতে হামলা চালায়। তারা গভীর রাতে ছাত্রাবাস পুড়িয়ে দেয় এবং খাবার লুট করে। স্কুলটি কঙ্গোর ও উগান্ডার সীমান্ত থেকে দুই কিলোমিটারেরও কম দূরে অবস্থিত।

উগান্ডা পুলিশ বাহিনীর মুখপাত্র ফ্রেড এনানগা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বলেন, একটি ছাত্রাবাস পুড়ে গেছে এবং খাদ্যের গুদাম চুরি হয়েছে। এখন পর্যন্ত ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে স্কুল থেকে। সেইসব লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত আট জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। তবে নিহতের মধ্যে কতজন শিক্ষার্থী আছে- সেই সম্পর্কে দেশটির কর্তৃপক্ষ এখন পর্যন্ত কিছু বলেনি।

নিহতদের মধ্যে কতজন স্কুলছাত্র তা এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, বেশ কয়েকজন শিক্ষার্থী এখনও নিখোঁজ রয়েছে।

এডিএফের বিরুদ্ধে এর আগে ডাকাতি, মানবপাচার, হত্যা ও মাদক বাণিজ্যে সংশ্লিষ্টতার বহু অভিযোগ রয়েছে, কিন্তু স্কুলে হামলার অভিযোগ এই প্রথম উঠল এই গোষ্ঠীর বিরুদ্ধে।

এর আগে ১৯৯৮ সালের জুনে, ডিআরসি সীমান্তের কাছে কিচওয়াম্বা টেকনিক্যাল ইনস্টিটিউটে হামলায় ৮০ জন ছাত্রকে তাদের ছাত্রাবাসে পুড়িয়ে মারা হয়েছিল। অপহরণ করা হয়েছিল শতাধিক শিক্ষার্থীকে। সূত্র : বিবিসি।