Dhaka মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

কক্সবাজার জেলা প্রতিনিধি : 

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসীদের গুলিতে মোহামদ সেলিম (৪৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

শনিবার (২৯ জুলাই) রাত ১১টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৭ এর এ/১ ব্লক ও ক্যাম্প-২ ইস্ট বি-ডব্লিউ/৯ এর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই ক্যাম্পের মোহাম্মদ নজির হোছনের ছেলে।

রোববার (৩০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যার দিকে ওই আশ্রয়শিবিরের ১০-১২ জন সন্ত্রাসী ওই রোহিঙ্গাকে ধরে ২ নম্বর ক্যাম্পে নিয়ে যায়। এরপর সেখানে ৮-১০ রাউন্ড গুলি করা হয় তাকে। গোলাগুলির খবর শুনে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, পরে ওই রোহিঙ্গাকে স্থানীয় এমএসএফ হাসপাতালে নেওয়া হলে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, অপহরণ বাণিজ্য নিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে প্রায় গোলাগুলির ঘটনা লেগেই আছে। গত পাঁচ বছরে দুই শতাধিক হত্যার ঘটনা ঘটেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মাইলস্টোনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৩

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ০১:০০:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩

কক্সবাজার জেলা প্রতিনিধি : 

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসীদের গুলিতে মোহামদ সেলিম (৪৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

শনিবার (২৯ জুলাই) রাত ১১টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৭ এর এ/১ ব্লক ও ক্যাম্প-২ ইস্ট বি-ডব্লিউ/৯ এর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই ক্যাম্পের মোহাম্মদ নজির হোছনের ছেলে।

রোববার (৩০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যার দিকে ওই আশ্রয়শিবিরের ১০-১২ জন সন্ত্রাসী ওই রোহিঙ্গাকে ধরে ২ নম্বর ক্যাম্পে নিয়ে যায়। এরপর সেখানে ৮-১০ রাউন্ড গুলি করা হয় তাকে। গোলাগুলির খবর শুনে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, পরে ওই রোহিঙ্গাকে স্থানীয় এমএসএফ হাসপাতালে নেওয়া হলে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, অপহরণ বাণিজ্য নিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে প্রায় গোলাগুলির ঘটনা লেগেই আছে। গত পাঁচ বছরে দুই শতাধিক হত্যার ঘটনা ঘটেছে।