পাবনা জেলা প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদী জংশন স্টেশন এলাকায় একটি বোমা সদৃশ্য বস্তু রেখে গেছে দুর্বৃত্তরা। বস্তুটি দেখার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে রেলওয়ে পুলিশ। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) সকালে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফরমের পশ্চিম পাশে নতুন চায়না কোচের নিচে এটি দেখা যায়।
ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি হারুনুজ্জামান রুমেল জানান, ঈশ্বরদী জংশন স্টেশনের ইয়ার্ডে দুই নাম্বার প্লাটফর্মে দাঁড় করিয়ে রাখা নতুন কোচের নিচে লাল টেপ পেচানো একটি বোমা সদৃশ্য বস্তু দেখতে পায় স্থানীয়রা। গতরাত দশটার দিকে বিষয়টি জানার পর ঘটনাস্থল রেলওয়ে পুলিশ সদস্যরা ঘিরে রেখেছে।
ঘটনাটি খতিয়ে দেখতে রাজশাহী র্যাবের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানিয়েছেন ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি হারুনুজ্জামান রুমেল। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বর্তমানে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বোমাসদৃশ বস্তুটির ওই স্থান নিরাপদে ঘিরে রেখেছেন। তবে বোমাসদৃশ বস্তুটি বোমা কিনা সে সম্পর্কে এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। পরীক্ষা-নীরিক্ষা করে দেখার পর নিশ্চিত করে বলা যাবে।
এ বিষয়ে ঈশ্বরদী জি আর পি (রেলওয়ে) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেবনাথ জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে জংশন এলাকা নিরাপত্তা বাহিনী দেখতে পেলে র্যাব-১২-কে সংবাদ দিলে তারা আজ শুক্রবার আসে। তারা পর্যবেক্ষনের জন্যে সেটা পাবনা র্যাব কার্যালয়ে নিয়েগেছে। তবে জংশন এলাকা বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।