Dhaka বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঈদ ও পূজার ছুটি বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক : 

মুসলমানদের প্রধান দুই ধর্মীয় উৎসব পবিত্র রমজান ও কোরবানি ঈদের ছুটি পাঁচ দিন করে করতে যাচ্ছে সরকার। এ ছাড়া হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার ছুটি তিন দিন করা হতে পারে।

প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে  বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের যে সভা হবে। সেখানে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদনের তোলা হতে পারে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।

বর্তমানে দুই ঈদে তিনদিন করে এবং পূজায় ছুটি একদিন রয়েছে। এরআগেও বিভিন্ন সময়ে ঈদের ছুটি বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপদেষ্টা পরিষদের সভায় ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হবে। দুই ঈদের ছুটি ৫ দিন (ঈদের দিন এবং আগে পরে দুই দিন করে), পূজার ছুটি তিনদিন করা হতে পারে। এছাড়াও, ১৫ আগস্টের ছুটি বাতিল করা হতে পারে।

তথ্যমতে, রোজার ঈদ ও কোরবানি ঈদের ছুটি ৫ দিন করে নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ঈদের দিন এবং ঈদের আগে পরে দুদিন করে এই ছুটি নির্ধারণের প্রস্তাব করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুর্গাপূজার ছুটি ১ দিন থেকে বাড়িয়ে ৩ দিন নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

গত কয়েক বছর ধরে নির্বাহী আদেশে ঈদের ছুটি একদিন করে বাড়িয়ে আসছে সরকার। আওয়ামী লীগ সরকারের সময় দুই ঈদ এবং দুর্গাপূজার ছুটি বাড়ানোর উদ্যোগ নেওয়া হতে পরে গুঞ্জন উঠলেও আর আলোর মুখ দেখেনি। ফলে এখন ঈদে তিন দিন এবং পূজায় একদিন সাধারণ ছুটি থাকে।

অন্যদিকে, ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণার কথাও বিবেচনা করছে সরকার।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঈদ ও পূজার ছুটি বাড়তে পারে

প্রকাশের সময় : ০৮:২১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

মুসলমানদের প্রধান দুই ধর্মীয় উৎসব পবিত্র রমজান ও কোরবানি ঈদের ছুটি পাঁচ দিন করে করতে যাচ্ছে সরকার। এ ছাড়া হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার ছুটি তিন দিন করা হতে পারে।

প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে  বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের যে সভা হবে। সেখানে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদনের তোলা হতে পারে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।

বর্তমানে দুই ঈদে তিনদিন করে এবং পূজায় ছুটি একদিন রয়েছে। এরআগেও বিভিন্ন সময়ে ঈদের ছুটি বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপদেষ্টা পরিষদের সভায় ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হবে। দুই ঈদের ছুটি ৫ দিন (ঈদের দিন এবং আগে পরে দুই দিন করে), পূজার ছুটি তিনদিন করা হতে পারে। এছাড়াও, ১৫ আগস্টের ছুটি বাতিল করা হতে পারে।

তথ্যমতে, রোজার ঈদ ও কোরবানি ঈদের ছুটি ৫ দিন করে নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ঈদের দিন এবং ঈদের আগে পরে দুদিন করে এই ছুটি নির্ধারণের প্রস্তাব করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুর্গাপূজার ছুটি ১ দিন থেকে বাড়িয়ে ৩ দিন নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

গত কয়েক বছর ধরে নির্বাহী আদেশে ঈদের ছুটি একদিন করে বাড়িয়ে আসছে সরকার। আওয়ামী লীগ সরকারের সময় দুই ঈদ এবং দুর্গাপূজার ছুটি বাড়ানোর উদ্যোগ নেওয়া হতে পরে গুঞ্জন উঠলেও আর আলোর মুখ দেখেনি। ফলে এখন ঈদে তিন দিন এবং পূজায় একদিন সাধারণ ছুটি থাকে।

অন্যদিকে, ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণার কথাও বিবেচনা করছে সরকার।