Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঈদে আসছে আদর-বুবলীর ‘লোকাল’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৫৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
  • ১৯৯ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির মিছিলে রয়েছে হাফ ডজনের বেশি সিনেমা। তার মধ্যে অন্যতম হচ্ছে চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা শবনম বুবলী জুটির দ্বিতীয় সিনেমা ‘লোকাল’। সাইফ চন্দন পরিচালিত সিনেমাটি ঈদুল ফিতুরে দেশজুড়ে মহাসমারোহে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিওপেট্রা ফিল্মস। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন ফেরারী ফরহাদ।

মুক্তির ঘোষণা দিয়ে শনিবার (১৫ এপ্রিল) রাতে সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়েছে। অন্তর্জালে আসা ট্রেলারটি দেখে ইতিবাচক সাড়া দিচ্ছে দর্শক, সমালোচকরা। কারও কারও মতে, ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা ছবিগুলোর মধ্যে ‘লোকাল’র ট্রেলারই অধিক মশলাদার।

ট্রেলার শেয়ার করে মালেক আফসারী লিখেন, হঠাৎ চোখ আটকে গেল। ২ মিনিট ৪৫ সেকেন্ড দারুণ ছিল। ঈদের ছবি। শুভকামনা।

পৌনে তিন মিনিট দৈর্ঘ্যের এই ট্রেলার থেকে আঁচ করা হয়, ছবিটির গল্প মূলত একটি অঞ্চলের ক্ষমতা দখলের লড়াই ঘিরে আবর্তিত হয়েছে। এই লড়াইয়ে আইন-অপরাধ থেকে শুরু করে রাজনীতি, রোম্যান্স-রোমাঞ্চ সবই জায়গা করে নিয়েছে সমান্তরালভাবে। অভিনয়ের দিক দিয়ে আদর ও বুবলী দুজনই আরও পরিণত হয়েছেন বলে মত দর্শকের। অন্যদিকে নির্মাণের মুন্সিয়ানার জন্য নির্মাতা সাইফ চন্দনের দিকেও যাচ্ছে প্রশংসার শব্দবান।

ট্রেলারের কয়েকটি সংলাপ আলাদা করে কানে লাগছে দর্শকের। যেমন আদরের মুখে- ‘আমি গোলাম হইতে আসি নাই, মালিক হইতে আসছি’। এছাড়া প্রেম রসায়নের দৃশ্যে আদর বলেছেন, যদি হঠাত একটা আউলা বাতাস আইসা সবকিছু ছারখার কইরা উড়াইয়া লই যায়, তখন?’ এর বিপরীতে বুবলীর জবাব, ‘তখন তুই আমার হাতটা ঠিকমতো ধইরা রাখিস। আমিও তোর সাথে ছারখার হমু। উইড়া যামু সেই বাতাসে।

গেল সপ্তাহেই সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে ‘লোকাল’। সিনেমাটি দেখে প্রশংসা করেন সেন্সর বোর্ডের সদস্যরা। রাজনৈতিক থ্রিলার ঘরানার গল্পের ‘লোকাল’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আদর আজাদ ও শবনম বুবলী। এটি এ জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে ‘তালাশ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন আদর ও বুবলী।

আদর বলেন, ‘লোকাল’ পলিটিক্যাল থ্রিলার ঘরানার একটি গল্প। চিত্রনাট্যে রয়েছে নতুনত্ব। গল্প নিয়ে এখনই কিছু বলা যাবে না। এতটুকু নিশ্চিত করতে পারি দর্শকদের জন্য চমক আছে। আদর-বুবলীতে দর্শক নিরাশ হবেন না। আশা করি, সবার পছন্দ হবে।’

দর্শকের প্রতিক্রিয়া এবং ছবিটি নিয়ে নির্মাতা সাইফ চন্দন বলেন, ট্রেলার প্রকাশের পর থেকেই ভালো সাড়া পাচ্ছি। তবে আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, ট্রেলার যতটা ভালো লেগেছে, তার চেয়ে বেশি ভালো লাগবে পুরো ছবিটা। তাই দর্শকের প্রতি আহ্বান, ঈদে সবাই ছবিটা দেখবেন। গল্প-নির্মাণ সবকিছুতে ভালোলাগা খুঁজে পাবেন।

‘লোকাল’ ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ। এতে আদর-বুবলীর সঙ্গে আরও আছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, ইরানী, রেজওয়ান, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিমুল খান, মারিয়া, সামির, জাহিদ, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরিফসহ অনেকে। ছবিটি প্রযোজনা করেছে টাইগার মিডিয়া।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

ঈদে আসছে আদর-বুবলীর ‘লোকাল’

প্রকাশের সময় : ০৩:৫৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩

বিনোদন ডেস্ক : 

ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির মিছিলে রয়েছে হাফ ডজনের বেশি সিনেমা। তার মধ্যে অন্যতম হচ্ছে চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা শবনম বুবলী জুটির দ্বিতীয় সিনেমা ‘লোকাল’। সাইফ চন্দন পরিচালিত সিনেমাটি ঈদুল ফিতুরে দেশজুড়ে মহাসমারোহে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিওপেট্রা ফিল্মস। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন ফেরারী ফরহাদ।

মুক্তির ঘোষণা দিয়ে শনিবার (১৫ এপ্রিল) রাতে সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়েছে। অন্তর্জালে আসা ট্রেলারটি দেখে ইতিবাচক সাড়া দিচ্ছে দর্শক, সমালোচকরা। কারও কারও মতে, ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা ছবিগুলোর মধ্যে ‘লোকাল’র ট্রেলারই অধিক মশলাদার।

ট্রেলার শেয়ার করে মালেক আফসারী লিখেন, হঠাৎ চোখ আটকে গেল। ২ মিনিট ৪৫ সেকেন্ড দারুণ ছিল। ঈদের ছবি। শুভকামনা।

পৌনে তিন মিনিট দৈর্ঘ্যের এই ট্রেলার থেকে আঁচ করা হয়, ছবিটির গল্প মূলত একটি অঞ্চলের ক্ষমতা দখলের লড়াই ঘিরে আবর্তিত হয়েছে। এই লড়াইয়ে আইন-অপরাধ থেকে শুরু করে রাজনীতি, রোম্যান্স-রোমাঞ্চ সবই জায়গা করে নিয়েছে সমান্তরালভাবে। অভিনয়ের দিক দিয়ে আদর ও বুবলী দুজনই আরও পরিণত হয়েছেন বলে মত দর্শকের। অন্যদিকে নির্মাণের মুন্সিয়ানার জন্য নির্মাতা সাইফ চন্দনের দিকেও যাচ্ছে প্রশংসার শব্দবান।

ট্রেলারের কয়েকটি সংলাপ আলাদা করে কানে লাগছে দর্শকের। যেমন আদরের মুখে- ‘আমি গোলাম হইতে আসি নাই, মালিক হইতে আসছি’। এছাড়া প্রেম রসায়নের দৃশ্যে আদর বলেছেন, যদি হঠাত একটা আউলা বাতাস আইসা সবকিছু ছারখার কইরা উড়াইয়া লই যায়, তখন?’ এর বিপরীতে বুবলীর জবাব, ‘তখন তুই আমার হাতটা ঠিকমতো ধইরা রাখিস। আমিও তোর সাথে ছারখার হমু। উইড়া যামু সেই বাতাসে।

গেল সপ্তাহেই সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে ‘লোকাল’। সিনেমাটি দেখে প্রশংসা করেন সেন্সর বোর্ডের সদস্যরা। রাজনৈতিক থ্রিলার ঘরানার গল্পের ‘লোকাল’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আদর আজাদ ও শবনম বুবলী। এটি এ জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে ‘তালাশ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন আদর ও বুবলী।

আদর বলেন, ‘লোকাল’ পলিটিক্যাল থ্রিলার ঘরানার একটি গল্প। চিত্রনাট্যে রয়েছে নতুনত্ব। গল্প নিয়ে এখনই কিছু বলা যাবে না। এতটুকু নিশ্চিত করতে পারি দর্শকদের জন্য চমক আছে। আদর-বুবলীতে দর্শক নিরাশ হবেন না। আশা করি, সবার পছন্দ হবে।’

দর্শকের প্রতিক্রিয়া এবং ছবিটি নিয়ে নির্মাতা সাইফ চন্দন বলেন, ট্রেলার প্রকাশের পর থেকেই ভালো সাড়া পাচ্ছি। তবে আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, ট্রেলার যতটা ভালো লেগেছে, তার চেয়ে বেশি ভালো লাগবে পুরো ছবিটা। তাই দর্শকের প্রতি আহ্বান, ঈদে সবাই ছবিটা দেখবেন। গল্প-নির্মাণ সবকিছুতে ভালোলাগা খুঁজে পাবেন।

‘লোকাল’ ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ। এতে আদর-বুবলীর সঙ্গে আরও আছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, ইরানী, রেজওয়ান, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিমুল খান, মারিয়া, সামির, জাহিদ, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরিফসহ অনেকে। ছবিটি প্রযোজনা করেছে টাইগার মিডিয়া।