নিজস্ব প্রতিবেদক :
ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়ার পর থেকে ফাঁকা রাজধানীতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করেছে মানুষজন। ঈদের ছুটি শেষ হওয়ার পরও রাজধানীতে তেমন যানজট দেখা যায়নি। সর্বশেষ আন্তর্জাতিক শ্রমিক দিবসেও রাজধানী ছিল ফাঁকা। তবে আবারও যানজটের ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী। চলমান এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন মঙ্গলবার। একদিন সরকারি ছুটির পর খুলেছে অফিস-আদালতও। একদিকে এসএসসি পরীক্ষা অন্যদিকে অফিস-আদালত খোলায় তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। সড়কের যানজট আশপাশের অলিগলিতে ভোগান্তির সৃষ্টি করছে।
মঙ্গলবার (২ মে) সকাল ৯টার পর রাজধানীর মিরপুর, আগারগাঁও, কারওয়ান বাজার, ফার্মগেট, ধানমন্ডি, শাহবাগ, পল্টন, মতিঝিল, মালিবাগ, উত্তরা, বনানী, মানিক মিয়া এভিনিউ, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি ও তেজগাঁও ফ্লাইওভার এলাকায় দেখা যায় তীব্র যানজট।
এসব এলাকায় সরেজমিনে দেখা যায়, সকাল ৯টা থেকে যানজট সৃষ্টি হয়ে। ফলে শত শত যানবাহন রাস্তায় আটকে থাকে ঘণ্টার পর ঘণ্টা। এ কারণে অফিসগামী যাত্রী ও এসএসসি পরীক্ষার্থীদের সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়েছে। শেষ পর্যন্ত উপায় না পেয়ে লোকজন হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। বিশেষ করে তেজগাঁও ফ্লাইওভারে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয়েছে অফিসগামী মানুজনকে।
রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা স্বপন কুমার বিশ্বাস বলেন, আজকে এসএসসি পরীক্ষা কথা ভেবে খুব সকালেই বাসা থেকে বের হয়েছি। রাস্তায় অনেক যানজট বাস থেকে নেমে আধাঘণ্টা হেঁটে এখন বাইক নিয়ে অফিসে যাচ্ছি।
অফিসের উদ্দেশ্যে বের হয়ে তেজগাঁও ফ্লাইওভার আটকে পড়া জামাল উদ্দীন বলেন, বাসা থেকে বের হয়ে আগারগাঁও ও বিজয় সরণি হয়ে যানজট কাটিয়ে মোটরসাইকেল নিয়ে তেজগাঁও ফ্লাইওভারে উঠি। কিন্তু তেজগাঁও ফ্লাইওভার ওঠার পড়ি সবচেয়ে বেশি বিপাকে। ঘণ্টা পার হয়ে যায় যানজট তবু ছুটে না।
বিজয় সরণিতে চলাচলকারী এয়ারপোর্ট বঙ্গবন্ধু এভিনিউ পরিবহনের একটি বাসের চালক মো. পারভেজ বলেন, ঈদের ছুটির সময় ঢাকায় গাড়ি চালিয়েছি, রাস্তা একদম ফাঁকা ছিল। এখন আবার যানজট শুরু হয়েছে। বিজয় সরণি থেকে মহাখালী পর্যন্ত যানজট। আস্তে আস্তে আগের রূপে ফিরছে যানজট।
এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে সড়কগুলোতে যানজট আরও বাড়তে দেখা যায়। বিশেষ করে পরীক্ষা কেন্দ্রের সামনের সড়কগুলোতে। অনেক এসএসসির পরীক্ষার্থীকে বাস থেকে নেমে সড়কে হাঁটতে দেখা যায়।
সালেহা খাতুন নামে একজন অভিভাবক বলেন, আজকে দ্বিতীয় পরীক্ষার দিনে রাস্তায় অনেক জ্যাম। তবে, জ্যাম ঠেলে ২০ মিনিট আগেই পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে পেরেছি। বাস থেকে নেমে মেয়েকে নিয়ে হেঁটে কেন্দ্রে পৌঁছেছি।
গুলিস্তান থেকে উত্তরা যাওয়ার জন্য বাসে উঠেও যানজটের কারণে নেমে রাইড শেয়ারিং মোটরসাইকেলে চড়ে যাচ্ছন ইকবাল মাসুদ নামের একজন বেসরকারি চাকরিজীবী। তিনি বলেন, গুলিস্তান থেকে শাহবাগ পর্যন্ত বাসে আসতে সময় লেগেছে ৪৫ মিনিট। এরপর বাস থেকে নেমে মোটরসাইকেল ভাড়া করে উত্তরার উদ্দেশ্যে রওনা হয়েছি।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, চলমান এসএসসি পরীক্ষায় যেসব শিক্ষার্থী যানজটে পড়েছিল তাদের পুলিশের গাড়িতে করে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। পরীক্ষার মধ্যে পুলিশের এ সেবা চালু থাকবে।
ট্রাফিক ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার জাহিদ আহসান বলেন, সোমবার (১ মে) ছুটির পর আজ এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন অন্যদিকে সব অফিস-আদালত খোলায় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পরীক্ষার মধ্যে যানজট কমাতে সড়কে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য কাজ করছেন। তবে যত্রতত্র পার্কিংসহ নানা কারণে যানজটের সৃষ্টি হয়।
রাজধানীর তেজগাঁও এলাকার যানজট নিয়ে ডিএমপির ট্রাফিক তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) স্নেহাশীষ কুমার দাস বলেন, সকাল থেকে একটু চাপ ছিল রাস্তায়, তবে এখন আস্তে আস্তে কমে আসছে। ঈদের ছুটি শেষ হয়েছে। রাজধানীতে কর্মব্যস্ত মানুষের আগমন বাড়ছে। তাছাড়া এসএসসি পরীক্ষাও চলছে। তেজগাঁও বিভাগের মধ্যে এসএসসির একাধিক কেন্দ্র থাকায় স্বাভাবিকের চাইতে কিছুটা বেশি যানজটের সৃষ্টি হয়েছে সকালে। তবে, যানজটে যেসব পরীক্ষার্থী আটকে ছিল তাদের স্ব-স্ব কেন্দ্রে পুলিশের গাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।তাই রাস্তায় কিছুটা চাপ রয়েছে। তবে এখনো সেই ভাবে রাস্তায় যানজট লক্ষ্য করা যায়নি। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।