Dhaka মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইসির সভা ৭ ডিসেম্বর : এরপর যেকোনো দিন হতে পারে নির্বাচনের তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, রোববার (৭ ডিসেম্বর) সভায় বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই সভার পরই যেকোনো দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে এ তথ্য জানান তিনি।

আনোয়ারুল ইসলাম বলেন, দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য দীর্ঘদিন ধরে রাজনৈতিক দল ও জনগণের মধ্যে আলোচনা চলছে। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করার প্রয়োজন রয়েছে। নির্বাচন কমিশন এরই মধ্যে নির্বাচনের প্রাথমিক প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে।

তিনি বলেন, নির্বাচনের তপশিল ঘোষণার মধ্য দিয়েই মূলত আনুষ্ঠানিক নির্বাচনি প্রক্রিয়া শুরু হয়। তপশিল ঘোষণার পর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়া, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের সুযোগ পাবেন। তপশিলের মাধ্যমেই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ নির্ধারিত হবে।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

লটারিতে এবার বদলি হলো ৫২৭ থানার ওসি

ইসির সভা ৭ ডিসেম্বর : এরপর যেকোনো দিন হতে পারে নির্বাচনের তফসিল ঘোষণা

প্রকাশের সময় : ০৪:৪৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, রোববার (৭ ডিসেম্বর) সভায় বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই সভার পরই যেকোনো দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে এ তথ্য জানান তিনি।

আনোয়ারুল ইসলাম বলেন, দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য দীর্ঘদিন ধরে রাজনৈতিক দল ও জনগণের মধ্যে আলোচনা চলছে। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করার প্রয়োজন রয়েছে। নির্বাচন কমিশন এরই মধ্যে নির্বাচনের প্রাথমিক প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে।

তিনি বলেন, নির্বাচনের তপশিল ঘোষণার মধ্য দিয়েই মূলত আনুষ্ঠানিক নির্বাচনি প্রক্রিয়া শুরু হয়। তপশিল ঘোষণার পর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়া, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের সুযোগ পাবেন। তপশিলের মাধ্যমেই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ নির্ধারিত হবে।