আন্তর্জাতিক ডেস্ক :
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের বিমান হামলায় ইরান-সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অভিজাত শাখা রাদওয়ান ফোর্সের জ্যেষ্ঠ এক কমান্ডার নিহত হয়েছেন।
সোমবার (৮ জানুয়ারি) দক্ষিণ লেবাননে ইসরাইলের সামরিক বাহিনীর বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
নিহত কমান্ডারের নাম উইসাম আল-তাউইল। তিনি রাদওয়ান ফোর্সের একটি ইউনিটের উপ প্রধান ছিলেন।
দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ওই কমান্ডার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর কার্যক্রম পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। দেশের দক্ষিণাঞ্চলে তার গাড়ি লক্ষ্য করে ইসরাইলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে তিনি নিহত হয়েছেন।
লেবাননের গ্রাম মাজদাল সেলমে গাড়িতে করে যাওয়ার সময় ইসরায়েল তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। হামলায় উইসাম আল-তাউইল এবং আরেকজন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হন।
একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, এটা খুবই বেদনাদায়ক হামলা। এখন আগুন জ্বলে উঠবে।
হিজবুল্লাহর পক্ষ থেকেও তাদের জ্যেষ্ঠ কমান্ডার উইসাম আল-তাউইলের নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে বলে জানায় বিবিসি।
মাত্র ছয়দিন আগে লেবাননের বৈরুত উপকণ্ঠে হামাসের একটি কার্যালয়ে ড্রোন হামলা চালিয়ে গাজার সশস্ত্র সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর উপ প্রধান সালেহ আল-আরৌরিসহ চারজনকে হত্যা করে ইসরায়েল।
গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের সঙ্গে লেবানন সীমান্তে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজব্ল্লুাহর গোলা বিনিময় চলছে। ইসরায়েলের হামলায় লেবাননে ১৩০ জনের বেশি হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। আরো ১৯ জন নিহত হয়েছেন প্রতিবেশী দেশ সিরিয়ায় ইসরায়েলের হামলায়।
হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরাল্লাহ গত সপ্তাহে টেলিভিশনে প্রচারিত দুইটি ভাষণে ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, লেবাননের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধে না জড়াতে। যারাই আমাদের সঙ্গে যুদ্ধ করার কথা চিন্তা করবে, এক কথায় আমি তাদের বলতে চাই, তাকে এজন্য পস্তাতে হবে।
হিজব্ল্লুাহর সঙ্গে ইসরায়েলের সংঘাত যত বাড়ছে, গাজা যুদ্ধ অন্যান্য দেশে ছড়িয়ে পড়ার ঝুঁকিও তত বাড়ছে।
আন্তর্জাতিক ডেস্ক 

























