Dhaka সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইসমাইলের সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন পরীমণি!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ১৯৯ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি তার ব্যক্তিজীনের বিভিন্ন ঘটনা নিয়ে সব সময়ই আলোচনায় থাকেন। বিভিন্ন সময় তিনি ব্যাপক সমালোচনার মুখেও পড়েন। কিন্তু কোনো কিছুই পরোয়া করেন না এ নায়িকা। বিয়ে এবং প্রেম নিয়েও তিনি অনকেবার সংবাদের শিরোনাম হয়েছেন। তবে সিনেমায় প্রতিষ্ঠিত হওয়ার তার একবার বিয়ে হয়েছিল। এটি নিয়ে অনেকবার সংবাদ হয়েছে। এবার জানা গেছে সেই বিয়ে সম্পর্কে। অভিনয়ে ক্যারিয়ার গড়ার আগে পরীমনি তার খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন। তবে এ বিষয়টি কখনো কথা বলেননি পরী।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হয়ে নিজের প্রেম ও বিয়ে সংক্রান্ত বিভিন্ন গুঞ্জন নিয়ে অকপটে কথা বলেন তিনি। অনুষ্ঠানে সঞ্চালক রুম্মান রশীদ খান পরীমণির কাছে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন করেন।

অভিনয় ক্যারিয়ার শুরুর আগে পরীমণি তার খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন। গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর এমন গুঞ্জন ছড়িয়েছিল। সামাজিক মাধ্যমেও তাদের দুজনের ছবি দেখা যায়।

ইসমাইল কি তার স্বামী ছিলেন এই প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।’ এরপর সঞ্চালক জানতে চান, তিনি কতবার বিয়ে করতে চান। এর উত্তরে পরীমণি বলেন, ‘আমার না আসলে ১২টা বিয়ে করার (ইচ্ছা আছে)। ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। এটা আসলে রিউমারটা এভাবে স্টাবলিশ হবে—সেটা আমি বুঝি নাই। তাহলে আমি কোনো দিনই বলতাম না।’

সঞ্চালকের করা ‘এই মুহূর্তে তুমি কি সিঙ্গেল?’ এই প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘না।’ এরপর কারও সঙ্গে সম্পর্কে আছেন কিনা জানতে চাইলে তিনি উত্তর দেন, ‘জানি না।’ আরও বলেন, শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।’

পরীমণি কতবার বিয়ে করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একবার।’ সঞ্চালক তখন শরীফুল রাজের কথা উল্লেখ করে বাকি বিয়ের গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে তিনি মজা করে বলেন, ‘জানি না। ওরা মনে হয় সৎস্বামী। (হা হা) যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।’

শরীফুল রাজের সঙ্গে তার বিচ্ছেদ ঘটেছে। রাজের সঙ্গে বিয়েটা ভুল ছিল কিনা এই প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘না। আমার জীবনে কিছুই ভুল না। সবকিছুই একটা অভিজ্ঞতা।’
চার বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের গিয়ে পরীমনির সঙ্গে নায়ক শরীফুল রাজের পরিচয় হয়। পরিচয় থেকে বিয়ে। এরপর তাদের একটি ছেলেসন্তান হয়। কিন্তু রাজের সঙ্গে সেই বিয়ে টেকেনি।

মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর রিমান্ডে তাকে বারবার একটিই প্রশ্ন করা হয়েছিল তিনি কাউকে শত্রু মনে করেন কি না এবং কারও নাম বলতে চান কি না। পরীমণি জানান, একাধিক তদন্তকারী সংস্থা, বিশেষ করে সিআইডি এই প্রশ্নটি বারংবার করেছে।

তার কথায়, ‘আমাকে যখন রিমান্ডে বারবার জিজ্ঞেস করছিল, তো উনারা শুধু একটা কোশ্চেন করছিল যে আপনার কি শত্রু কাউকে আপনার মনে হয়? কাউকে শত্রু, কারো নাম বলতে চান?’

তিনি আরও বলেন, ‘আসলে আমার শত্রু আমি বলছি, না, আমার কোনো শত্রু নাই। আমি না আসলে কাউকে শত্রু ভাবতে পারি নাই। কারণ আমি আসলে কারও সাথে মাথা ফাটাফাটি করিনি, গালাগালি করিনি, জমি দখল করিনি, তো আমার কেন শত্রু হবে? শত্রুতা হওয়ার জন্য কারণ থাকে তো।’

পরীমণির ভাষ্যে, ‘আমি আমার জীবনে কাউকে শত্রুর চোখে দেখতে পারি নাই। যে নামটা আসলে আমি আমার যারা যারা আমাকে জিজ্ঞেস করছে—এই ডিপার্টমেন্টগুলো, তিনটা ডিপার্টমেন্ট মিলে—বিশেষ করে হচ্ছে সিআইডি যখন জিজ্ঞেস করল, ‘আপনি কাউকে শত্রু মনে করেন কিনা? কোনো নাম বলবেন কিনা?’

শেষে বলেন, ‘আমি একটা নামও বলতে পারি নাই। কারণ আমার চোখে দেখা আসলে আমি কারো সাথে কিছু করিনি যে কিনা আমার শত্রু হয়ে যাবে, যে কিনা আমার সাথে এরকম একটা করতে পারে। ওই অব্দি যাওয়ার জন্য তো আসলে আমার কিছু করতে হবে তার সাথে।’

ওই স্বাক্ষাৎকারে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী শেখ সাদির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়েও কথা বলেন পরীমণি। সঞ্চালকের এক প্রশ্নের জবাবে হাসতে হাসতে অভিনেত্রী বলেন, ‘ও আমার ছোট ভাই। ছোট ভাইয়ের মতো।’

এরপর পরীমণির কাছে জানতে চাওয়া হয়, সে সিঙ্গেল কিনা। জবাবে নায়িকা বলেন, না। তারপরই আবার বলেন, শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, তা কেউ বিশ্বাস করবে না। এর কারণ সম্পর্কে তিনি বলেন, আমি নিজেই বিশ্বাস করি না। আমার কোনো না কোনোভাবে সবসময় প্রেম প্রেম ফিল হয় এবং এটি থাকা ভালো।

এর বাইরে চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গেও পরীমনির গুঞ্জন ছড়িয়েছিল। সিয়ামের সঙ্গে তোমার গুঞ্জন উঠল কেন? সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে পরীমনি বলেন, ‘আমি জানি না। বিশ্বাস করেন, এই একটামাত্র মানুষের সঙ্গে আমার সবচেয়ে কোজি রিলেশনশিপ আছে না, ওটাই আছে। সারাক্ষণ যে ফোনে কথা হয়, ওই রকমও না।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইসমাইলের সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন পরীমণি!

প্রকাশের সময় : ০১:০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

বিনোদন ডেস্ক : 

ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি তার ব্যক্তিজীনের বিভিন্ন ঘটনা নিয়ে সব সময়ই আলোচনায় থাকেন। বিভিন্ন সময় তিনি ব্যাপক সমালোচনার মুখেও পড়েন। কিন্তু কোনো কিছুই পরোয়া করেন না এ নায়িকা। বিয়ে এবং প্রেম নিয়েও তিনি অনকেবার সংবাদের শিরোনাম হয়েছেন। তবে সিনেমায় প্রতিষ্ঠিত হওয়ার তার একবার বিয়ে হয়েছিল। এটি নিয়ে অনেকবার সংবাদ হয়েছে। এবার জানা গেছে সেই বিয়ে সম্পর্কে। অভিনয়ে ক্যারিয়ার গড়ার আগে পরীমনি তার খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন। তবে এ বিষয়টি কখনো কথা বলেননি পরী।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হয়ে নিজের প্রেম ও বিয়ে সংক্রান্ত বিভিন্ন গুঞ্জন নিয়ে অকপটে কথা বলেন তিনি। অনুষ্ঠানে সঞ্চালক রুম্মান রশীদ খান পরীমণির কাছে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন করেন।

অভিনয় ক্যারিয়ার শুরুর আগে পরীমণি তার খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন। গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর এমন গুঞ্জন ছড়িয়েছিল। সামাজিক মাধ্যমেও তাদের দুজনের ছবি দেখা যায়।

ইসমাইল কি তার স্বামী ছিলেন এই প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।’ এরপর সঞ্চালক জানতে চান, তিনি কতবার বিয়ে করতে চান। এর উত্তরে পরীমণি বলেন, ‘আমার না আসলে ১২টা বিয়ে করার (ইচ্ছা আছে)। ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। এটা আসলে রিউমারটা এভাবে স্টাবলিশ হবে—সেটা আমি বুঝি নাই। তাহলে আমি কোনো দিনই বলতাম না।’

সঞ্চালকের করা ‘এই মুহূর্তে তুমি কি সিঙ্গেল?’ এই প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘না।’ এরপর কারও সঙ্গে সম্পর্কে আছেন কিনা জানতে চাইলে তিনি উত্তর দেন, ‘জানি না।’ আরও বলেন, শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।’

পরীমণি কতবার বিয়ে করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একবার।’ সঞ্চালক তখন শরীফুল রাজের কথা উল্লেখ করে বাকি বিয়ের গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে তিনি মজা করে বলেন, ‘জানি না। ওরা মনে হয় সৎস্বামী। (হা হা) যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।’

শরীফুল রাজের সঙ্গে তার বিচ্ছেদ ঘটেছে। রাজের সঙ্গে বিয়েটা ভুল ছিল কিনা এই প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘না। আমার জীবনে কিছুই ভুল না। সবকিছুই একটা অভিজ্ঞতা।’
চার বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের গিয়ে পরীমনির সঙ্গে নায়ক শরীফুল রাজের পরিচয় হয়। পরিচয় থেকে বিয়ে। এরপর তাদের একটি ছেলেসন্তান হয়। কিন্তু রাজের সঙ্গে সেই বিয়ে টেকেনি।

মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর রিমান্ডে তাকে বারবার একটিই প্রশ্ন করা হয়েছিল তিনি কাউকে শত্রু মনে করেন কি না এবং কারও নাম বলতে চান কি না। পরীমণি জানান, একাধিক তদন্তকারী সংস্থা, বিশেষ করে সিআইডি এই প্রশ্নটি বারংবার করেছে।

তার কথায়, ‘আমাকে যখন রিমান্ডে বারবার জিজ্ঞেস করছিল, তো উনারা শুধু একটা কোশ্চেন করছিল যে আপনার কি শত্রু কাউকে আপনার মনে হয়? কাউকে শত্রু, কারো নাম বলতে চান?’

তিনি আরও বলেন, ‘আসলে আমার শত্রু আমি বলছি, না, আমার কোনো শত্রু নাই। আমি না আসলে কাউকে শত্রু ভাবতে পারি নাই। কারণ আমি আসলে কারও সাথে মাথা ফাটাফাটি করিনি, গালাগালি করিনি, জমি দখল করিনি, তো আমার কেন শত্রু হবে? শত্রুতা হওয়ার জন্য কারণ থাকে তো।’

পরীমণির ভাষ্যে, ‘আমি আমার জীবনে কাউকে শত্রুর চোখে দেখতে পারি নাই। যে নামটা আসলে আমি আমার যারা যারা আমাকে জিজ্ঞেস করছে—এই ডিপার্টমেন্টগুলো, তিনটা ডিপার্টমেন্ট মিলে—বিশেষ করে হচ্ছে সিআইডি যখন জিজ্ঞেস করল, ‘আপনি কাউকে শত্রু মনে করেন কিনা? কোনো নাম বলবেন কিনা?’

শেষে বলেন, ‘আমি একটা নামও বলতে পারি নাই। কারণ আমার চোখে দেখা আসলে আমি কারো সাথে কিছু করিনি যে কিনা আমার শত্রু হয়ে যাবে, যে কিনা আমার সাথে এরকম একটা করতে পারে। ওই অব্দি যাওয়ার জন্য তো আসলে আমার কিছু করতে হবে তার সাথে।’

ওই স্বাক্ষাৎকারে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী শেখ সাদির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়েও কথা বলেন পরীমণি। সঞ্চালকের এক প্রশ্নের জবাবে হাসতে হাসতে অভিনেত্রী বলেন, ‘ও আমার ছোট ভাই। ছোট ভাইয়ের মতো।’

এরপর পরীমণির কাছে জানতে চাওয়া হয়, সে সিঙ্গেল কিনা। জবাবে নায়িকা বলেন, না। তারপরই আবার বলেন, শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, তা কেউ বিশ্বাস করবে না। এর কারণ সম্পর্কে তিনি বলেন, আমি নিজেই বিশ্বাস করি না। আমার কোনো না কোনোভাবে সবসময় প্রেম প্রেম ফিল হয় এবং এটি থাকা ভালো।

এর বাইরে চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গেও পরীমনির গুঞ্জন ছড়িয়েছিল। সিয়ামের সঙ্গে তোমার গুঞ্জন উঠল কেন? সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে পরীমনি বলেন, ‘আমি জানি না। বিশ্বাস করেন, এই একটামাত্র মানুষের সঙ্গে আমার সবচেয়ে কোজি রিলেশনশিপ আছে না, ওটাই আছে। সারাক্ষণ যে ফোনে কথা হয়, ওই রকমও না।