Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইলিয়াস কাঞ্চন আছেন তাই পরিবহন নেতারা যাননি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৯:১৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
  • ১৮৯ জন দেখেছেন

সড়ক দুর্ঘটনায় নিহত স্ত্রীর ছবির সামনে ইলিয়াস কাঞ্চন

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যাননি সড়ক পরিবহন সেক্টরের শীর্ষ নেতারা। অথচ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভার্চ্যুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন। একইভাবে যোগ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও। পরিবহন সংশ্লিষ্টরা জানান, ওই অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন উপস্থিত থাকায় তারা যাননি।

বিআরটিএ কার্যালয়ে আয়োজিত সেই অনুষ্ঠানে পরিবহন মালিক-শ্রমিক নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। বিআরটিএ সূত্র জানায়, মালিক-শ্রমিক নেতারা আগেই জানিয়ে দেন বেসরকারি সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ এর চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন থাকলে তারা অনুষ্ঠানে অংশ নেবেন না।

অনুষ্ঠানে নিরাপদ সড়ক নিয়ে দীর্ঘদিন আন্দোলন করা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এই অনুষ্ঠানে অংশ নেয়ায় এ সেক্টরের শীর্ষ নেতারা অংশ নেননি। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান ও সংগঠনের সাধারণ সম্পাদক ওসমান আলী, পরিবহন মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙা এবং মহাসচিব খোন্দকার এনায়েত উল্যা বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন থাকায় অংশ নেননি।

আরও পড়ুন : ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী এ নিয়ে গণমাধ্যমকে বলেন, শাজাহান খানের বিরুদ্ধে মামলা করেছেন ইলিয়াস কাঞ্চন।

তিনি (কাঞ্চন) নতুন সড়ক আইনে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির শাস্তি সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা কম হয়েছে বলে বক্তব্য দিয়েছেন। তিনি শাস্তি আরও বাড়ানোর পক্ষে। তার এই অবস্থান মালিক-শ্রমিকদের স্বার্থবিরোধী। এ জন্য ইলিয়াস কাঞ্চন উপস্থিত থাকলে মালিক-শ্রমিক নেতারা থাকতে পারবেন না বলে আগেই জানিয়ে দেওয়া হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

ইলিয়াস কাঞ্চন আছেন তাই পরিবহন নেতারা যাননি

প্রকাশের সময় : ০৯:১৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যাননি সড়ক পরিবহন সেক্টরের শীর্ষ নেতারা। অথচ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভার্চ্যুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন। একইভাবে যোগ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও। পরিবহন সংশ্লিষ্টরা জানান, ওই অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন উপস্থিত থাকায় তারা যাননি।

বিআরটিএ কার্যালয়ে আয়োজিত সেই অনুষ্ঠানে পরিবহন মালিক-শ্রমিক নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। বিআরটিএ সূত্র জানায়, মালিক-শ্রমিক নেতারা আগেই জানিয়ে দেন বেসরকারি সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ এর চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন থাকলে তারা অনুষ্ঠানে অংশ নেবেন না।

অনুষ্ঠানে নিরাপদ সড়ক নিয়ে দীর্ঘদিন আন্দোলন করা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এই অনুষ্ঠানে অংশ নেয়ায় এ সেক্টরের শীর্ষ নেতারা অংশ নেননি। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান ও সংগঠনের সাধারণ সম্পাদক ওসমান আলী, পরিবহন মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙা এবং মহাসচিব খোন্দকার এনায়েত উল্যা বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন থাকায় অংশ নেননি।

আরও পড়ুন : ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী এ নিয়ে গণমাধ্যমকে বলেন, শাজাহান খানের বিরুদ্ধে মামলা করেছেন ইলিয়াস কাঞ্চন।

তিনি (কাঞ্চন) নতুন সড়ক আইনে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির শাস্তি সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা কম হয়েছে বলে বক্তব্য দিয়েছেন। তিনি শাস্তি আরও বাড়ানোর পক্ষে। তার এই অবস্থান মালিক-শ্রমিকদের স্বার্থবিরোধী। এ জন্য ইলিয়াস কাঞ্চন উপস্থিত থাকলে মালিক-শ্রমিক নেতারা থাকতে পারবেন না বলে আগেই জানিয়ে দেওয়া হয়।