আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ইরানি বাহিনীর গুলিতে চার পাকিস্তানি নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতের এই ঘটনায় আহত হয়েছেন অন্তত দুজন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে পানিস্তানি সংবামাধ্যম ডন।
বুধবার (৩০ মে) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের বেলুচিস্তানে সীমান্তবর্তী মাশকিল বাচা রাই এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে এ বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে ৪ জন পাকিস্তানি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২ জন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে আবারও চাপা উত্তেজনা তৈরি হয়েছে।
পাকিস্তানি কর্মকর্তারা জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত অঞ্চলে ইরানের সীমান্তরক্ষীরা পাকিস্তানিদের বহনকারী একটি গাড়িতে গুলি চালান, এতে চারজন নিহত এবং দুইজন আহত হন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বুধবার (২৯ মে) বেলুচিস্তান প্রদেশের মাশকেলের সীমান্ত গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে। সরকারি প্রশাসক সাহেবজাদা আসফান্দ বলেছেন, ‘কেন ইরানি বাহিনী গুলি চালাল তা স্পষ্ট নয়।’ স্থানীয় পুলিশ আরো বলেছে, চারজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় তেহরান বা পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, পাকিস্তানের উপরে ইরানের হামলা এই প্রথম নয়। এর আগেও চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তানের উপর ইরানের হামলার ঘটনা ঘটেছে। তখন পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। সেই ঘটনার পরে তোলপাড় হয়ে উঠেছিল আন্তর্জাতিক মহল। এ ঘটনার প্রেক্ষিতে পাকিস্তান ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকে সরিয়ে নিয়েছিল।