Dhaka সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইরান ও রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : 

ইরান ও রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সদ্য বিদায় নেওয়া ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টার অভিযোগে দেশ দুটির ওপর এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন অর্থমন্ত্রণালয়।

বুধবার (১ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়া এবং ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা (জিআরইউ) এবং ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে এই হস্তক্ষেপের জন্য দায়ী করা হয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একটি সহযোগী প্রতিষ্ঠান এবং রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা (জিআরইউ) সংশ্লিষ্ট একটি সংগঠন।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির ভোটারদের প্রভাবিত করা এবং সামাজিক-রাজনৈতিক উত্তেজনা উস্কে দেওয়ার চেষ্টা করেছে ইরান ও রাশিয়ার এই সরকারি সংস্থাগুলো।

মার্কিন অর্থমন্ত্রণালয়ের সন্ত্রাস ও আর্থিক গোয়েন্দা বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যাডলি স্মিথ বলেন, ইরান ও রাশিয়া সরকার আমাদের নির্বাচনী প্রক্রিয়া এবং প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করেছে এবং বিভ্রান্তিমূলক প্রচারণার মধ্য দিয়ে মার্কিনিদেরকে বিভক্ত করার চেষ্টা করেছে। যুক্তরাষ্ট্র এমন প্রতিপক্ষের বিরুদ্ধে সতর্ক থাকবে, যারা আমাদের গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করবে।

যুক্তরাষ্ট্রের নতুন এই অভিযোগ ও নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে রাশিয়া। ওয়াশিংটনস্থ রুশ দূতাবাস এক বিবৃতিতে বলেছে, রাশিয়া যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করেনি এবং করেও না।

রাশিয়ার দূতাবাসের মুখপাত্র বিবৃতিতে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবারই বলেছেন আমরা আমেরিকান জনগণের ইচ্ছাকে সম্মান করি। রাশিয়ান ষড়যন্ত্র’ সম্পর্কে যুক্তরাষ্ট্রের সব অভিযোগ বিদ্বেষপূর্ণ অপবাদ। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীন রাজনৈতিক দ্বন্দ্বে লাভবান হওয়ার জন্য এমন অপবাদ দেওয়া হচ্ছে।

তবে ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের নতুন অভিযোগ বা নিষেধাজ্ঞার বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র এর আগেও ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া ও ইরানের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলেছিল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইরান ও রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রকাশের সময় : ০৯:৩৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : 

ইরান ও রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সদ্য বিদায় নেওয়া ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টার অভিযোগে দেশ দুটির ওপর এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন অর্থমন্ত্রণালয়।

বুধবার (১ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়া এবং ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা (জিআরইউ) এবং ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে এই হস্তক্ষেপের জন্য দায়ী করা হয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একটি সহযোগী প্রতিষ্ঠান এবং রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা (জিআরইউ) সংশ্লিষ্ট একটি সংগঠন।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির ভোটারদের প্রভাবিত করা এবং সামাজিক-রাজনৈতিক উত্তেজনা উস্কে দেওয়ার চেষ্টা করেছে ইরান ও রাশিয়ার এই সরকারি সংস্থাগুলো।

মার্কিন অর্থমন্ত্রণালয়ের সন্ত্রাস ও আর্থিক গোয়েন্দা বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যাডলি স্মিথ বলেন, ইরান ও রাশিয়া সরকার আমাদের নির্বাচনী প্রক্রিয়া এবং প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করেছে এবং বিভ্রান্তিমূলক প্রচারণার মধ্য দিয়ে মার্কিনিদেরকে বিভক্ত করার চেষ্টা করেছে। যুক্তরাষ্ট্র এমন প্রতিপক্ষের বিরুদ্ধে সতর্ক থাকবে, যারা আমাদের গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করবে।

যুক্তরাষ্ট্রের নতুন এই অভিযোগ ও নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে রাশিয়া। ওয়াশিংটনস্থ রুশ দূতাবাস এক বিবৃতিতে বলেছে, রাশিয়া যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করেনি এবং করেও না।

রাশিয়ার দূতাবাসের মুখপাত্র বিবৃতিতে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবারই বলেছেন আমরা আমেরিকান জনগণের ইচ্ছাকে সম্মান করি। রাশিয়ান ষড়যন্ত্র’ সম্পর্কে যুক্তরাষ্ট্রের সব অভিযোগ বিদ্বেষপূর্ণ অপবাদ। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীন রাজনৈতিক দ্বন্দ্বে লাভবান হওয়ার জন্য এমন অপবাদ দেওয়া হচ্ছে।

তবে ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের নতুন অভিযোগ বা নিষেধাজ্ঞার বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র এর আগেও ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া ও ইরানের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলেছিল।