Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে থানায় হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : 

ইরানের অস্থিতিশীল দক্ষিণপূর্বাঞ্চলের একটি থানায় বন্দুকধারী ও আত্মঘাতী বোমা হামলাকারীদের হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুলিশের দুই কর্মকর্তা ও চার হামলাকারী রয়েছেন।

শনিবার (৮ জুলাই) এই হামলার ঘটনা ঘটেছে বলে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলের খবরে জানানো হয়েছে।

সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে ওই হামলার ঘটনা ঘটেছে। গত বছর নৈতিকতা পুলিশের হেফাজতে এক কুর্দি নারীর মৃত্যুর কারণে দেশব্যাপী অস্থিরতার পর এ আত্মঘাতী হামলা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সেখানে সামরিক অভিযানে “চারজন উগ্রবাদী” এবং দুই পুলিশ সদস্য মারা গেছেন। পুলিশের একজন মুখপাত্র বলেছেন, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তিন হামলাকারী মারা গেছেন।

বার্তা সংস্থা ‘ইরানপ্রেস’ জানিয়েছে, আজ ভোরে জাহেদানের একটি থানায় একযোগে হামলা চালায় চার অস্ত্রধারী উগ্রবাদী। তারা থানার ভেতরে ঢোকার চেষ্টা চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা আক্রমণ চালায়। এতে চার অস্ত্রধারী উগ্রবাদীর সবাই প্রাণ হারায়।

থানার প্রবেশপথে উগ্রবাদীদের ঠেকানো সম্ভব না হলে আরও প্রাণহানি ঘটত বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান ইরানের অন্যতম দরিদ্র প্রদেশ এবং মাদক পাচারের প্রধান পথ।

মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, সেখানে প্রায় ২০ লাখ মানুষ বাস করে। তারা কয়েক দশক ধরে বৈষম্য ও নিপীড়নের সম্মুখীন হচ্ছেন। সূত্র : রয়টার্স।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

ইরানে থানায় হামলায় নিহত ৬

প্রকাশের সময় : ১১:২২:০১ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

ইরানের অস্থিতিশীল দক্ষিণপূর্বাঞ্চলের একটি থানায় বন্দুকধারী ও আত্মঘাতী বোমা হামলাকারীদের হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুলিশের দুই কর্মকর্তা ও চার হামলাকারী রয়েছেন।

শনিবার (৮ জুলাই) এই হামলার ঘটনা ঘটেছে বলে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলের খবরে জানানো হয়েছে।

সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে ওই হামলার ঘটনা ঘটেছে। গত বছর নৈতিকতা পুলিশের হেফাজতে এক কুর্দি নারীর মৃত্যুর কারণে দেশব্যাপী অস্থিরতার পর এ আত্মঘাতী হামলা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সেখানে সামরিক অভিযানে “চারজন উগ্রবাদী” এবং দুই পুলিশ সদস্য মারা গেছেন। পুলিশের একজন মুখপাত্র বলেছেন, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তিন হামলাকারী মারা গেছেন।

বার্তা সংস্থা ‘ইরানপ্রেস’ জানিয়েছে, আজ ভোরে জাহেদানের একটি থানায় একযোগে হামলা চালায় চার অস্ত্রধারী উগ্রবাদী। তারা থানার ভেতরে ঢোকার চেষ্টা চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা আক্রমণ চালায়। এতে চার অস্ত্রধারী উগ্রবাদীর সবাই প্রাণ হারায়।

থানার প্রবেশপথে উগ্রবাদীদের ঠেকানো সম্ভব না হলে আরও প্রাণহানি ঘটত বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান ইরানের অন্যতম দরিদ্র প্রদেশ এবং মাদক পাচারের প্রধান পথ।

মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, সেখানে প্রায় ২০ লাখ মানুষ বাস করে। তারা কয়েক দশক ধরে বৈষম্য ও নিপীড়নের সম্মুখীন হচ্ছেন। সূত্র : রয়টার্স।