আন্তর্জাতিক ডেস্ক :
দুই বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন ইরানের সাবেক প্রেসিডেন্টের কন্যা ফায়েজাহ হাশেমি রাফসানজানি।
বুধবার (১৮ সেপ্টেম্বর) তেহরানের এভিন কারাগার থেকে মুক্তি দেওয়া হয় তাকে।
ফায়েজাহ ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির মেয়ে। তিনি দেশটির সাবেক আইনপ্রণেতা ও মানবাধিকারকর্মী। তাকে ২০২২ সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয়েছিল।
ফায়েজাহর বিরুদ্ধে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর ঘটনায় সৃষ্ট বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। এই ঘটনায় ফায়েজাহকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে তার আবেদনের ভিত্তিতে আপিল বিভাগের রুলে তাঁকে মুক্তি দেওয়া হয়। এর আগে ২০১২ সালে ইরানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল ফায়েজাহকে।