আন্তর্জাতিক ডেস্ক :
২০১৬ সালে ইরাকের রাজধানী বাগদাদে গাড়ি বোমা হামলায় ৩২০ জন নিহত হন। আহত হন শতাধিক। ওই নৃশংস হামলায় জড়িত থাকায় ৩ জন অভিযুক্তর ফাঁসি কার্যকর করা হয়েছে। ২০০৩ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর এটিকে সবচেয়ে বড় হামলা বলা হয়ে থাকে।
ইরাকে ফাঁসিতে ঝুলিয়ে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০১৬ সালে দেশটির রাজধানী বাগদাদে এক গাড়ি বোমা হামলায় ৩২০ জনের বেশি লোক নিহত ও শতাধিক আহত হয়েছিল। এ হামলায় জড়িত থাকার দায়ে তাদের ফাঁসি কার্যকর হয়েছে।
ভয়াবহ হামলার দ্বায় স্বীকার সে সময় বিবৃতি দিয়েছিল জঙ্গিগোষ্ঠী আইএস। যাদের ফাঁসি কার্যকর করা হয়েছে তাদের নাম প্রকাশ করেনি দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির কার্যালয়। রবি বা সোমবার কোনও এক সময় তাদের শাস্তি দেওয়া হয়।
সরকারের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ওই হামলার মাস্টারমাইন্ড ছিলেন গাজওয়ান আল-জাওবাই। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাকে আটকের পর ২০২১ সালে ইরাকে ফেরত পাঠানো হয়।
তিন জনকে উপযুক্ত শাস্তি দেওয়ার বিষয়টি ভুক্তভোগী পরিবারগুলোকে বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়।
ইরাকি সরকারের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে, এই হামলার মূল হোতা আটক গাজওয়ান আল-যাওবিও মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তিনজনের মধ্যে ছিলেন।
২০১৬ সালের ৩ জুলাই বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে ইরাকের রাজধানীর শিয়া মুসলিম অধ্যুষিত কাররাদার শপিং মলের পাশে হামলা চালানো হয়। ওই ঘটনার নিরাপত্তা ব্যর্থতায় পদত্যাগ করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ঘাব্বান। সূত্র: বিবিসি।