ইন্দোনেশিয়ার শ্রীবিজয়া এয়ারলাইন্সের একটি বিমান উড্ডয়নের পর সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিমানটিতে কমপক্ষে ৫৬ জন যাত্রী ছিল। এর মধ্যে ৭টি শিশুও রয়েছে।
শনিবার দেশটির রাজধানী জাকার্তা থেকে পশ্চিম কালিমানতান প্রদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল।
আরও পড়ুন : যুক্তরাজ্যে ফ্লাইট বন্ধ করল টার্কিশ এয়ারলাইনস
তবে ইন্দোনেশিয়ার পরিবহণ মন্ত্রণালয়ের মুখপাত্র আদিতা ইরাবতী এক বিবৃতিতে জানিয়েছেন, উড্ডয়নের পরই বিমানের সঙ্গে সব ধরণের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ নিয়ে শ্রীবিজয়া এয়ারও একটি বিবৃতি দিয়েছে।
এতে জানানো হয়েছে, তারা বিমানটির স¤পর্কে সব ধরণের তথ্য সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনই আনুষ্ঠানিকভাবে তারা কিছু জানাতে চায়না। বিমানটিতে ৫৬ জন যাত্রী ছিলেন। এরমধ্যে ৭ শিশু ও ৬ ক্রু সদস্য রয়েছে।