Dhaka সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইন্ডিয়ান আইডলের শিরোপা জিতলেন বাঙালি মেয়ে মানসী

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ২১০ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর ১৫তম আসরে বিজয়ী হয়েছেন কলকাতার মানসী ঘোষ। প্রথমবার কোনো বাঙালি ছিনিয়ে আনলেন এই পুরস্কার। এ প্রতিযোগিতায় ফার্স্ট রানার-আপ নির্বাচিত হয়েছেন শুভজিৎ চক্রবর্তী। রোববার (৬ এপ্রিল) রাতে এ সিজনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে, বিজয়ী মানসী ঘোষ ট্রফির পাশাপাশি নগদ ২৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৫ লাখ টাকার বেশি) পেয়েছেন। তা ছাড়াও একটি ব্র্যান্ড নিউ গাড়ি পেয়েছেন এই গায়িকা। এ প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে জায়গা পেয়েছেন শুভজিৎ ঘোষ এবং স্নেহা শঙ্কর। তারা দুজনেই পুরস্কার হিসেবে পেয়েছেন ৫ লাখ রুপি করে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মানসী ঘোষ বলেন, আমি যে ট্রফি জিতেছি তা আমার মনে এখনো ধাক্কা দেয়নি। আমার মাথায় এখন অনেক কিছু ঘুরছে। আমি সত্যি অভিভূত।

উত্তর চব্বিশ পরগনার, উত্তর দমদম পৌরসভার নিমতা পাইকপাড়ায় জন্মগ্রহণ করেন মানসী। সেখানেই তার বেড়ে ওঠা, পড়াশোনা। ইন্ডিয়ান আইডলের মঞ্চে পা রেখে পরিচিতি পেয়েছেন। আনন্দের এই সময়ে উপস্থিত হয়েছিলেন তার বাবা-মা। মেয়ের বিজয়ে কাঁদতে দেখা যায় তাদের।

Manasi Ghosh named winner of Indian Idol 15

পরে স্ক্রিনকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন মানসী ঘোষ। এ গায়িকা বলেন, ফাইনাল আসরে আমার পরিবার উপস্থিত ছিলেন। তারা কাঁদছিল, উল্লাস করছিলেন। আমি একেবারেই নীরব ছিলাম। কীভাবে প্রতিক্রিয়া জানাব তা বুঝতে পারছিলাম না। আমরা সবাই সত্যি খুশি। জীবন পুরোপুরি বদলে গেল। এটি একটি জাতীয় প্ল্যাটফর্ম। সবার কাছ থেকে প্রচুর ভালোবাসা, আশীর্বাদ পেয়েছি।

পুরস্কারের অর্থ কীভাবে ব্যয় করবেন তা-ও জানিয়েছেন মানসী। এ গায়িকা বলেন, পুরস্কারের কিছু অর্থ আমার স্বাধীন সংগীত এবং আমি যে গাড়ি ব্যবহার করব তার জন্য ব্যয় করতে চাই।

ইন্ডিয়ান আইডলের এবারের সিজনে প্রথম থেকেই বাঙালিদের জয়জয়কার। সেরা পনেরোর তালিকায় জায়গা করে নেন বাংলার ৭ তারকা। তারা হলেন শুভজিৎ চক্রবর্তী, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, মানসী ঘোষ, প্রিয়াংশু দত্ত, সৃজন পোরেল, রঞ্জিনী সেনগুপ্ত, ময়ূরী সাহা।

প্রতিযোগিতার নানা ধাপ পেরিয়ে সেরা ৫ এ পৌঁছান তিন বাঙালিই মানসী, শুভজিৎ ও প্রিয়াংশু। শেষ পর্যন্ত চূড়ান্ত পর্বের ফলাফলেও বাঙালিরা আধিপত্য ধরে রাখতে পেরেছে। প্রথম ও দ্বিতীয় পুরুস্কার উঠেছে দুই বাঙালি তরুণ তরুণীর হাতে।

এবারের গ্র্যান্ড ফিনালে বিচারকের দায়িত্ব পালন করেন শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি, বাদশা। সঞ্চালনায় ছিলেন আদিত্য নারায়ণ। অতিথি ছিলেন মিকা সিং, শিল্পা শেঠি এবং রাভিনা ট্যান্ডন।

এরইমধ্যে সংগীত পরিচালক ললিত পণ্ডিতের সুরে ‘মন্নু কেয়া করেগা’ নামের বলিউডি সিনেমায় গায়ক শানের সঙ্গে প্লেব্যাক করেছেন মানসী। এছাড়া শিগগিরই তার গাওয়া একটি বাংলা গান প্রকাশ হতে চলেছে, যার সুরও করেছেন এই গায়িকা।

নিমতার পাইকপাড়ার বাসিন্দা মানসীর সংগীতে হাতেখড়ি চার বছর বয়স থেকে। এই তরুণী তার ১৩ বছর বয়সে স্টেজ শো করেছিলেন। পরিবারের পাশে দাঁড়াতে ধীরে ধীরে স্টেজ শোয়ের সংখ্যা বাড়িয়েছেন মানসী। পাশাপাশি চলেছে পড়াশোনাও।

দমদমের ক্রাইস্ট চার্চ হাই স্কুল থেকে পাস করে শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজ থেকে ইংরেজিতে তিনি স্নাতক ডিগ্রি নিয়েছেন ২০২১ সালে। ওই বছরই সুপার সিঙ্গারে অংশ নিয়ে দ্বিতীয় হন মানসী। এখানেই তিনি থেমে যায়নি। গেল বছর জুলাইয়ে ইন্ডিয়ান আইডলের জন্য অডিশন দেন মানসী।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইন্ডিয়ান আইডলের শিরোপা জিতলেন বাঙালি মেয়ে মানসী

প্রকাশের সময় : ০২:০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

বিনোদন ডেস্ক : 

জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর ১৫তম আসরে বিজয়ী হয়েছেন কলকাতার মানসী ঘোষ। প্রথমবার কোনো বাঙালি ছিনিয়ে আনলেন এই পুরস্কার। এ প্রতিযোগিতায় ফার্স্ট রানার-আপ নির্বাচিত হয়েছেন শুভজিৎ চক্রবর্তী। রোববার (৬ এপ্রিল) রাতে এ সিজনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে, বিজয়ী মানসী ঘোষ ট্রফির পাশাপাশি নগদ ২৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৫ লাখ টাকার বেশি) পেয়েছেন। তা ছাড়াও একটি ব্র্যান্ড নিউ গাড়ি পেয়েছেন এই গায়িকা। এ প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে জায়গা পেয়েছেন শুভজিৎ ঘোষ এবং স্নেহা শঙ্কর। তারা দুজনেই পুরস্কার হিসেবে পেয়েছেন ৫ লাখ রুপি করে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মানসী ঘোষ বলেন, আমি যে ট্রফি জিতেছি তা আমার মনে এখনো ধাক্কা দেয়নি। আমার মাথায় এখন অনেক কিছু ঘুরছে। আমি সত্যি অভিভূত।

উত্তর চব্বিশ পরগনার, উত্তর দমদম পৌরসভার নিমতা পাইকপাড়ায় জন্মগ্রহণ করেন মানসী। সেখানেই তার বেড়ে ওঠা, পড়াশোনা। ইন্ডিয়ান আইডলের মঞ্চে পা রেখে পরিচিতি পেয়েছেন। আনন্দের এই সময়ে উপস্থিত হয়েছিলেন তার বাবা-মা। মেয়ের বিজয়ে কাঁদতে দেখা যায় তাদের।

Manasi Ghosh named winner of Indian Idol 15

পরে স্ক্রিনকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন মানসী ঘোষ। এ গায়িকা বলেন, ফাইনাল আসরে আমার পরিবার উপস্থিত ছিলেন। তারা কাঁদছিল, উল্লাস করছিলেন। আমি একেবারেই নীরব ছিলাম। কীভাবে প্রতিক্রিয়া জানাব তা বুঝতে পারছিলাম না। আমরা সবাই সত্যি খুশি। জীবন পুরোপুরি বদলে গেল। এটি একটি জাতীয় প্ল্যাটফর্ম। সবার কাছ থেকে প্রচুর ভালোবাসা, আশীর্বাদ পেয়েছি।

পুরস্কারের অর্থ কীভাবে ব্যয় করবেন তা-ও জানিয়েছেন মানসী। এ গায়িকা বলেন, পুরস্কারের কিছু অর্থ আমার স্বাধীন সংগীত এবং আমি যে গাড়ি ব্যবহার করব তার জন্য ব্যয় করতে চাই।

ইন্ডিয়ান আইডলের এবারের সিজনে প্রথম থেকেই বাঙালিদের জয়জয়কার। সেরা পনেরোর তালিকায় জায়গা করে নেন বাংলার ৭ তারকা। তারা হলেন শুভজিৎ চক্রবর্তী, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, মানসী ঘোষ, প্রিয়াংশু দত্ত, সৃজন পোরেল, রঞ্জিনী সেনগুপ্ত, ময়ূরী সাহা।

প্রতিযোগিতার নানা ধাপ পেরিয়ে সেরা ৫ এ পৌঁছান তিন বাঙালিই মানসী, শুভজিৎ ও প্রিয়াংশু। শেষ পর্যন্ত চূড়ান্ত পর্বের ফলাফলেও বাঙালিরা আধিপত্য ধরে রাখতে পেরেছে। প্রথম ও দ্বিতীয় পুরুস্কার উঠেছে দুই বাঙালি তরুণ তরুণীর হাতে।

এবারের গ্র্যান্ড ফিনালে বিচারকের দায়িত্ব পালন করেন শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি, বাদশা। সঞ্চালনায় ছিলেন আদিত্য নারায়ণ। অতিথি ছিলেন মিকা সিং, শিল্পা শেঠি এবং রাভিনা ট্যান্ডন।

এরইমধ্যে সংগীত পরিচালক ললিত পণ্ডিতের সুরে ‘মন্নু কেয়া করেগা’ নামের বলিউডি সিনেমায় গায়ক শানের সঙ্গে প্লেব্যাক করেছেন মানসী। এছাড়া শিগগিরই তার গাওয়া একটি বাংলা গান প্রকাশ হতে চলেছে, যার সুরও করেছেন এই গায়িকা।

নিমতার পাইকপাড়ার বাসিন্দা মানসীর সংগীতে হাতেখড়ি চার বছর বয়স থেকে। এই তরুণী তার ১৩ বছর বয়সে স্টেজ শো করেছিলেন। পরিবারের পাশে দাঁড়াতে ধীরে ধীরে স্টেজ শোয়ের সংখ্যা বাড়িয়েছেন মানসী। পাশাপাশি চলেছে পড়াশোনাও।

দমদমের ক্রাইস্ট চার্চ হাই স্কুল থেকে পাস করে শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজ থেকে ইংরেজিতে তিনি স্নাতক ডিগ্রি নিয়েছেন ২০২১ সালে। ওই বছরই সুপার সিঙ্গারে অংশ নিয়ে দ্বিতীয় হন মানসী। এখানেই তিনি থেমে যায়নি। গেল বছর জুলাইয়ে ইন্ডিয়ান আইডলের জন্য অডিশন দেন মানসী।