Dhaka সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইনিয়েস্তার আইকনিক ৮ নম্বর জার্সি পেলেন পেড্রি

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৯:৫৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০২২
  • ১৯৬ জন দেখেছেন

২০২২-২৩ মৌসুম থেকে বার্সেলোনার জার্সি গায়ে মাঠ মাতাবেন স্পেনের তরুণ তারকা ফুটবলার পেড্রি। ঐতিহ্যবাহী ক্লাবটির আইকনিক ৮ নম্বর জার্সি পেয়েছেন তিনি।

শনিবার (৯ জুলাই) অনুশীলনের আগে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজের থেকে ৮ নম্বর জার্সি পেয়েছেন পেড্রি।

আন্দ্রে ইনিয়েস্তা, বার্সেলোনায় ৮ নম্বর জার্সি মানেই ক্লাবটির সাবেক এই অধিনায়ক। ৮ নম্বর জার্সি গায়ে এই কিংবদন্তি অবসরের আগ পর্যন্ত মাঠ মাতিয়েছেন। তার অবসরের পর দুই মৌসুম এক জার্সি তুলে রেখেছিল কাতালান ক্লাবটি। পেড্রিকেই এই জার্সির উত্তরসূরি মনে করছে ক্যাম্প ন্যূ।

এর আগে, এই ৮ নম্বর জার্সিতেই খেলেছেন গুলিরেমো আমোর, হরিস্টো স্টোইচকভ, আলবার্ট কেলাডেস, ফিলিপ চোচু, আর্থার মেল ও মিরালেম পজানিক।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ত্রিশাল জিরো পয়েন্ট-হরিরামপুর সড়কটি যেন মরণফাঁদ

ইনিয়েস্তার আইকনিক ৮ নম্বর জার্সি পেলেন পেড্রি

প্রকাশের সময় : ০৯:৫৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০২২

২০২২-২৩ মৌসুম থেকে বার্সেলোনার জার্সি গায়ে মাঠ মাতাবেন স্পেনের তরুণ তারকা ফুটবলার পেড্রি। ঐতিহ্যবাহী ক্লাবটির আইকনিক ৮ নম্বর জার্সি পেয়েছেন তিনি।

শনিবার (৯ জুলাই) অনুশীলনের আগে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজের থেকে ৮ নম্বর জার্সি পেয়েছেন পেড্রি।

আন্দ্রে ইনিয়েস্তা, বার্সেলোনায় ৮ নম্বর জার্সি মানেই ক্লাবটির সাবেক এই অধিনায়ক। ৮ নম্বর জার্সি গায়ে এই কিংবদন্তি অবসরের আগ পর্যন্ত মাঠ মাতিয়েছেন। তার অবসরের পর দুই মৌসুম এক জার্সি তুলে রেখেছিল কাতালান ক্লাবটি। পেড্রিকেই এই জার্সির উত্তরসূরি মনে করছে ক্যাম্প ন্যূ।

এর আগে, এই ৮ নম্বর জার্সিতেই খেলেছেন গুলিরেমো আমোর, হরিস্টো স্টোইচকভ, আলবার্ট কেলাডেস, ফিলিপ চোচু, আর্থার মেল ও মিরালেম পজানিক।