স্পোর্টস ডেস্ক :
আরও একবার হাসলো বাবর আজমের ব্যাট। সেই সঙ্গে গড়লেন নতুন রেকর্ডও। তার দল পাকিস্তানও পেল দারুণ জয়। এই জয় তাদের তুলে আনলো ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে। পাকিস্তানের ক্রিকেটে এমন দিন আর আসেনি। ওয়ানডে র্যাংকিংয়ে যে এর আগে কখনই এক নম্বর দল হতে পারেনি তারা। অবশেষে বাবর আজমের হাত ধরে ইতিহাস গড়লো পাকিস্তান।
ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান। যেখানে দুই ম্যাচ হাতে রেখে আগেই সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল বাবর আজমের দল। শুক্রবার (৫ মে) পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে ১০২ রানের জয় পেয়েছে স্বাগতিকরা। এদিকে বিশাল এই জয়ে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে যাওয়া পাকিস্তান প্রথমবারের মতো উঠে এসেছে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে। অস্ট্রেলিয়া-ভারতকে পেছনে ফেলে ওয়ানডের শীর্ষ দল এখন পাকিস্তান।
কিউইদের বিপক্ষে সিরিজ শুরুর আগে পাকিস্তান ছিল পাঁচ নম্বরে। টানা তিন জয়ের পর এই ম্যাচে নামার আগে তাদের অবস্থান ছিল তিনে। রেটিং পয়েন্ট ছিল ১১২।
সমান ১১৩ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া শতাংশ ব্যবধানে এগিয়ে থেকে এক এবং ভারত ছিল দুইয়ে। নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে পাকিস্তান দুই প্রতিদ্বন্দ্বীকে টপকে গেছে এক লাফে। তাদেরও রেটিং পয়েন্ট এখন ১১৩। তবে অস্ট্রেলিয়া-ভারতের থেকে শতাংশ ব্যবধানে এগিয়ে গেছে বাবর আজমের দল।
রাতে ওয়ানডে র্যাঙ্কিংয়ের নতুন তালিকা প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ২৯ ম্যাচে ৩ হাজার ২৯১ পয়েন্ট এবং ১১৩.৪৮৩ রেটিং নিয়ে শীর্ষে পাকিস্তান। ২০০৫ সালে আইসিসি আনুষ্ঠানিকভাবে র্যাঙ্কিং প্রথা চালু করার পর এবারই প্রথম শীর্ষস্থান পেলো পাকিস্তান। অপরদিকে দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার রেটিং ১১৩.২৮৬। তিনে থাকা ভারতের রেটিং ১১২.৬৩৮। চারে ইংল্যান্ড এবং পাঁচে আছে নিউজিল্যান্ড। বাংলাদেশের অবস্থান আগের মতোই সাত নম্বরে।