আন্তর্জাতিক ডেস্ক :
ইতালির সিসিলি দ্বীপের কাছ থেকে একটি বড় নৌকা থেকে ৬০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার হয়েছে। টুইট বার্তায় শনিবার (২৯ মে) অভিযানটি পরিচালনার কথা জানিয়েছে দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)।
এমএসএফ টুইট বার্তায় আরও জানিয়েছে, তিন ঘণ্টার অভিযান শেষে ৫৯৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। এখন তারা নিরাপদে আমাদের জাহাজে আছে। আমাদের মেডিক্যাল টিম তাদের সেবা দিচ্ছেন।
ইতালির সিসিলি দ্বীপের কাছে অতিরিক্ত আরোহীতে উপচে পড়া বিপদাপন্ন একটি নৌকায় যাত্রা করা প্রায় ৬০০ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)-এর পরিচালিত একটি জাহাজে তাদের উদ্ধার করা হয় বলে সংস্থাটি টুইটারে দেওয়া এক বার্তায় জানিয়েছে।
অভিবাসীদের বারির দক্ষিণ বন্দরে নামানো হবে। বন্দরে পৌঁছাতে ৪০ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছে এমএসএফ। তাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
তবে দাতব্য সংস্থাগুলো ইতালির সরকারের অভিবাসননীতির কঠোর সমালোচনা করেছে। মূলত দেশটিতে অভিবাসীদের ঢল ঠেকাতে কঠোর অবস্থানে সরকার। দেশটির বিভিন্ন জরিপে দেখা গেছে, চলতি বছর এখন পর্যন্ত ইতালিতে ৪৭ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী প্রবেশ করেছে, যাকে রেকর্ড বলা হচ্ছে। যা ২০২২ সালে একই সময়ে ছিল ১৮ হাজার।
সমুদ্রপথে ইউরোপে প্রবেশের চেষ্টাকারী অভিবাসীদের জন্য ইতালি অন্যতম প্রধান এক প্রবেশপথ। কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় এই রুটটি বিশ্বের অন্যতম বিপজ্জনক হিসেবে পরিচিত।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মিসিং মাইগ্রেন্টস প্রোজেক্টের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে মধ্য-ভূমধ্যসাগরে ২০ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন। সূত্র: রয়টার্স।