Dhaka শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইতালিতে জাহাজডুবিতে ৩০ অভিবাসী নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক : 

ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের পাশে দুটি জাহাজডুবিতে ৩০ এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন ইতালির কোস্টগার্ড রোববার জানায়, তারা দুটি মরদেহের পাশাপাশি ৫৭ জীবিত ব্যক্তিকে উদ্ধার করেছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ঝোড়ো হাওয়ায় পড়ে জাহাজ দুটি। একটি জাহাজ থেকে ২৮ জন সাগরে নিখোঁজ রয়েছেন। দ্বিতীয় জাহাজটি থেকে তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

তিনি ইতালীয় গণমাধ্যমকে বলেছেন, যে তাদের এই সাগর পাড়ি দিতে পরামর্শ দিয়েছে বা বাধ্য করেছে, সে একজন অপরাধী এবং পাগল। আগামী কয়েক দিন সমুদ্র উত্তাল থাকার পূর্বাভাস ছিল। আশা করি তারা এই পথে যাত্রা থামাবে। লোকগুলোকে এই পথে মরতে পাঠাচ্ছে অসাধু চক্ররা।

বৃহস্পতিবার তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে রওনা হওয়া জাহাজ দুটি লোহা নির্মিত ছিল। একটিতে ৪৮ জন, আরেকটিতে ৪২ জন লোক ছিলেন বলে জানিয়েছে ইতালিয়ান বার্তা সংস্থা এনএসএ।

প্রেস অফিসার ফ্ল্যাভিও ডি গিয়াকোমো বার্তা সংস্থা এএফপিকে বলেন, আইওএমর সাংস্কৃতিক মধ্যস্থতাকারীরা বিশ্বাস করেন, যে বেঁচে যাওয়াদের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন।

ইতালিয়ান দ্বীপ সিসিলির কাছে অ্যাগ্রিগেন্টোতে জাহাজডুবি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কুষ্টিয়ায় মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

ইতালিতে জাহাজডুবিতে ৩০ অভিবাসী নিখোঁজ

প্রকাশের সময় : ০৯:১০:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের পাশে দুটি জাহাজডুবিতে ৩০ এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন ইতালির কোস্টগার্ড রোববার জানায়, তারা দুটি মরদেহের পাশাপাশি ৫৭ জীবিত ব্যক্তিকে উদ্ধার করেছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ঝোড়ো হাওয়ায় পড়ে জাহাজ দুটি। একটি জাহাজ থেকে ২৮ জন সাগরে নিখোঁজ রয়েছেন। দ্বিতীয় জাহাজটি থেকে তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

তিনি ইতালীয় গণমাধ্যমকে বলেছেন, যে তাদের এই সাগর পাড়ি দিতে পরামর্শ দিয়েছে বা বাধ্য করেছে, সে একজন অপরাধী এবং পাগল। আগামী কয়েক দিন সমুদ্র উত্তাল থাকার পূর্বাভাস ছিল। আশা করি তারা এই পথে যাত্রা থামাবে। লোকগুলোকে এই পথে মরতে পাঠাচ্ছে অসাধু চক্ররা।

বৃহস্পতিবার তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে রওনা হওয়া জাহাজ দুটি লোহা নির্মিত ছিল। একটিতে ৪৮ জন, আরেকটিতে ৪২ জন লোক ছিলেন বলে জানিয়েছে ইতালিয়ান বার্তা সংস্থা এনএসএ।

প্রেস অফিসার ফ্ল্যাভিও ডি গিয়াকোমো বার্তা সংস্থা এএফপিকে বলেন, আইওএমর সাংস্কৃতিক মধ্যস্থতাকারীরা বিশ্বাস করেন, যে বেঁচে যাওয়াদের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন।

ইতালিয়ান দ্বীপ সিসিলির কাছে অ্যাগ্রিগেন্টোতে জাহাজডুবি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।