Dhaka বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইউরো মাতানো ওলমো এখন বার্সার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
  • ২১৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বেশ কিছুদিন ধরে চলছিল গুঞ্জন। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। লাইপজিগ ছেড়ে বার্সেলোনায় যোগ দিলেন স্প্যানিশ ফরোয়ার্ড দানি ওলমো। ২৬ বছর বয়সী এই ফুটবলারকে দলে টানার কথা শুক্রবার (৯ আগস্ট) বিবৃতি দিয়ে জানায় লা লিগার দলটি। ‘বাই আউট ক্লজ’ ধরা হয়েছে ৫০ কোটি ইউরো। তার সঙ্গে বার্সার চুক্তি হয়েছে ৬ বছরের।

নিজের পুরোনো ঠিকানায় ফিরতে পারার অনুভূতি জানিয়ে তিনি বলেছেন, আমি খুব খুশি, খুশি যে নিজের ঘরে ফিরতে পেরেছি। লা মাসিয়ায় বেড়ে ওঠা এই তারকা বার্সার জার্সিতে জয়ের আকাঙ্ক্ষা ও দলের শক্তি বাড়ানোর শক্তির কথা জানিয়েছেন।

ট্রান্সফার ফির বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি। ফুটবল ওয়েবসাইট ইএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে বার্সেলোনার খরচ হবে সাড়ে ৫ কোটি ইউরো। বিভিন্ন বোনাসসহ খরচ হতে পারে আরও ৭০ লাখ ইউরো।

এর আগে ২০০৭ সালে এস্পানিওল থেকে বার্সেলোনার একাডেমিতে যোগ দেন তিনি। যুব পর্যায়ে সেখানে কাটান সাত বছর। সেখান থেকে ২০১৪ সালে পাড়ি জমান ক্রোয়েশিয়ার ক্লাব জাগরেব দিনামোয়। এবার এক দশক পর বার্সেলোনায় ফিরলেন ওলমো।

ক্রোয়াট ক্লাবটির হয়ে তিনি ১২৪ ম্যাচে ৩৪টি গোল করে জিতেছেন পাঁচটি লিগ শিরোপা, তিনটি ক্রোয়েশিয়ান কাপ ও একটি ক্রোয়েশিয়ান সুপার কাপ। দেশটিতে দুবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জেতেন তিনি। দিনামোর হয়েই তার অভিষেক হয় চ্যাম্পিয়ন্স লিগে। এরপর তিনি লাইপজিগে যোগ দেন ২০২০ সালে। জার্মান দলটির হয়ে পাঁচ মৌসুমে ১৪৮ ম্যাচে গোল করেন ২৯টি। দুবার জার্মান কাপ ও একবার জার্মান সুপার কাপ জয়ের স্বাদ পান তিনি।

ওলমোর সবশেষ ২০২৩-২৪ মৌসুমটা কেটেছে ইনজুরি জর্জর। যদিও ২৫ ম্যাচে তিনি ১৩টি গোলে অবদান রেখেছেন সব প্রতিযোগিতা মিলিয়ে। এরপর ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তার সময়টা দারুণ গেছে, স্প্যানিশদের শিরোপা জেতার পথে তিনটি নকআউট ম্যাচেই গোল করেছেন ওলমো। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষেও গোল করেন তিনি, যা ২০১২ সালের পর স্পেনকে ইউরোর শিরোপা জয়ের পথে এগিয়ে দেয়। পরে ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হয় ওলমো-দানি কারভাহালদের দলটি।

দ্রুততম সময়ের ভেতর ওলমোর ব্যাপারে লাইপজিগের সঙ্গে চূড়ান্ত কথা হয়ে যেতে পারে। আনুষ্ঠানিকতা শেষ হলেই হ্যান্সি ফ্লিকের বার্সা স্কোয়াডে যুক্ত হবেন এই মিডফিল্ডার। ১৭ আগস্ট ভ্যালেন্সিয়ার বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে নামবে বার্সা। আর সেদিনই হয়তো অভিষেক হয়ে যেতে পারে ওলমোর।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

ইউরো মাতানো ওলমো এখন বার্সার

প্রকাশের সময় : ০৯:০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

বেশ কিছুদিন ধরে চলছিল গুঞ্জন। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। লাইপজিগ ছেড়ে বার্সেলোনায় যোগ দিলেন স্প্যানিশ ফরোয়ার্ড দানি ওলমো। ২৬ বছর বয়সী এই ফুটবলারকে দলে টানার কথা শুক্রবার (৯ আগস্ট) বিবৃতি দিয়ে জানায় লা লিগার দলটি। ‘বাই আউট ক্লজ’ ধরা হয়েছে ৫০ কোটি ইউরো। তার সঙ্গে বার্সার চুক্তি হয়েছে ৬ বছরের।

নিজের পুরোনো ঠিকানায় ফিরতে পারার অনুভূতি জানিয়ে তিনি বলেছেন, আমি খুব খুশি, খুশি যে নিজের ঘরে ফিরতে পেরেছি। লা মাসিয়ায় বেড়ে ওঠা এই তারকা বার্সার জার্সিতে জয়ের আকাঙ্ক্ষা ও দলের শক্তি বাড়ানোর শক্তির কথা জানিয়েছেন।

ট্রান্সফার ফির বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি। ফুটবল ওয়েবসাইট ইএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে বার্সেলোনার খরচ হবে সাড়ে ৫ কোটি ইউরো। বিভিন্ন বোনাসসহ খরচ হতে পারে আরও ৭০ লাখ ইউরো।

এর আগে ২০০৭ সালে এস্পানিওল থেকে বার্সেলোনার একাডেমিতে যোগ দেন তিনি। যুব পর্যায়ে সেখানে কাটান সাত বছর। সেখান থেকে ২০১৪ সালে পাড়ি জমান ক্রোয়েশিয়ার ক্লাব জাগরেব দিনামোয়। এবার এক দশক পর বার্সেলোনায় ফিরলেন ওলমো।

ক্রোয়াট ক্লাবটির হয়ে তিনি ১২৪ ম্যাচে ৩৪টি গোল করে জিতেছেন পাঁচটি লিগ শিরোপা, তিনটি ক্রোয়েশিয়ান কাপ ও একটি ক্রোয়েশিয়ান সুপার কাপ। দেশটিতে দুবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জেতেন তিনি। দিনামোর হয়েই তার অভিষেক হয় চ্যাম্পিয়ন্স লিগে। এরপর তিনি লাইপজিগে যোগ দেন ২০২০ সালে। জার্মান দলটির হয়ে পাঁচ মৌসুমে ১৪৮ ম্যাচে গোল করেন ২৯টি। দুবার জার্মান কাপ ও একবার জার্মান সুপার কাপ জয়ের স্বাদ পান তিনি।

ওলমোর সবশেষ ২০২৩-২৪ মৌসুমটা কেটেছে ইনজুরি জর্জর। যদিও ২৫ ম্যাচে তিনি ১৩টি গোলে অবদান রেখেছেন সব প্রতিযোগিতা মিলিয়ে। এরপর ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তার সময়টা দারুণ গেছে, স্প্যানিশদের শিরোপা জেতার পথে তিনটি নকআউট ম্যাচেই গোল করেছেন ওলমো। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষেও গোল করেন তিনি, যা ২০১২ সালের পর স্পেনকে ইউরোর শিরোপা জয়ের পথে এগিয়ে দেয়। পরে ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হয় ওলমো-দানি কারভাহালদের দলটি।

দ্রুততম সময়ের ভেতর ওলমোর ব্যাপারে লাইপজিগের সঙ্গে চূড়ান্ত কথা হয়ে যেতে পারে। আনুষ্ঠানিকতা শেষ হলেই হ্যান্সি ফ্লিকের বার্সা স্কোয়াডে যুক্ত হবেন এই মিডফিল্ডার। ১৭ আগস্ট ভ্যালেন্সিয়ার বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে নামবে বার্সা। আর সেদিনই হয়তো অভিষেক হয়ে যেতে পারে ওলমোর।