Dhaka সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইউরোর মূল পর্বে ইতালি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
  • ১৯১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ইউরো কাপের বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপ খেলতে পারেনি ইউরো চ্যাম্পিয়নরা। তবে আসছে ইউরো কাপের ইউক্রেইনকে রুখে দিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা করে নিল দলটি। বেশ কয়েকটি আক্রমণের পরও গোলের দেখা পায়নি ইতালি, তবে নিজেদের রক্ষণভাগও শক্ত করে রেখেছিল তারা। আর তাতেই ধরা দিল সাফল্য।

‘সি’ গ্রুপ থেকে ইউরোর চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে হলে সোমবার (২০ নভেম্বর) ইউক্রেনের বিপক্ষে ড্র করলেই হতো ইতালিকে। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে ইউরোর টিকিট পেয়ে গেছে ইতালি। বাছাইয়ের ১০ গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ দুই দল মূল পর্বে জায়গা করে নিয়েছে। জার্মানি স্বাগতিক হওয়ায় তারা সরাসরি খেলবে। বাকি তিনটি দল আসবে প্লে-অফ খেলে।

ড্রয়ের পর ‘সি’ গ্রুপের রানার্সআপ হিসেবে মূল পর্বে জায়গা করে নিয়েছে ইতালি। দুই দলেরই পয়েন্ট সমান ১৪। এমনকি জয়, হার ও ড্র করা ম্যাচের সংখ্যাও সমান। তবে দুই দলের প্রথম দেখায় ইতালি ২-১ ব্যবধানে জয় পাওয়ায় তারাই মূল পর্বে জায়গা করে নিয়েছে। তবে এই ড্রয়ের পর ইউক্রেন একেবারেই ছিটকে পড়েনি। তাদের পার হতে হবে প্লে-অফের বাঁধা।

আগামী বছর জুন-জুলাই মাসে অনুষ্ঠিত হবে ইউরোপিয়ান ফুটবলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর উয়েফা ইউরো ২০২৪। জার্মানির ১০ শহরে হবে ২৪ দলের এই ফুটবল লড়াই। আসরের বর্তমান চ্যাম্পিয়ন ইতালি।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের এটা ছিল হোম ম্যাচ। তবে নিজেদের মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অবস্থা না থাকায় খেলা হয়েছে জার্মান বুন্দেসলিগার ক্লাব বেয়ার লেভারকুসেনের মাঠ বে অ্যারেনায়। ঘরের ম্যাচ পরের মাঠে খেলতে হলেও ইতালির কঠিন পরীক্ষা নিয়েছে ইউক্রেন। একেবারে শেষ সময়ে ইউক্রেনের একটি পেনাল্টির দাবি রেফারি নাকচ করে দিলে রক্ষা পায় ইতালি। তবে রেফারির সিদ্ধান্ত নিয়ে ইউক্রেনীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটের ঘটনা সেটি। ইতালির ডি বক্সে ট্যাকলের শিকার হয়ে পড়ে যান চেলসির ইউক্রেনীয় উইঙ্গার মিখাইলো মুদরিক। সঙ্গে সঙ্গে পেনাল্টির জোরালো আবেদন করে ইউক্রেন। কিন্তু ভিএআরে ঘটনাটি খুব অল্প সময়ে পর্যালোচনা করেই বাতিল করে দেওয়া হয়। । এর আগে অবশ্যে জিয়ানলুইজি দোনারুমা বেশ কিছু দুর্দান্ত সেভ করে ইতালিকে বাঁচিয়েছেন। বল পজিশন নিজেদের দখলে রেখে বেশ কিছু আক্রমণ ইতালিও করেছিল। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এর কিছুক্ষণ পর রেফারি শেষ বাঁশি বাজাতেই শুরু হয় ইতালীয়দের উচ্ছ্বাস।

অন্যদিকে গতরাতে মেসিডোনিয়ার বিপক্ষে ১-১ গোলে ম্যাচ ড্র করেছে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ইংল্যান্ডও। ৪১ মিনিটে মেসিডোনিয়াকে লিড এনে দেন আনিস ব্রাডিনি। ইংল্যান্ডের খেলোয়াড়েরা নিজেরা গোল না পেলেও ম্যাচে সমতায় ফেরা প্রতিপক্ষের কল্যাণেই। ৫৯ মিনিটে নিজেদের জালেই বল জড়ান মেসিডোনিয়ার মিডফ্লিডার জানি আতানাসভ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়কের বেহাল দশা, চলাচলে চরম ভোগান্তি

ইউরোর মূল পর্বে ইতালি

প্রকাশের সময় : ০৩:০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

ইউরো কাপের বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপ খেলতে পারেনি ইউরো চ্যাম্পিয়নরা। তবে আসছে ইউরো কাপের ইউক্রেইনকে রুখে দিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা করে নিল দলটি। বেশ কয়েকটি আক্রমণের পরও গোলের দেখা পায়নি ইতালি, তবে নিজেদের রক্ষণভাগও শক্ত করে রেখেছিল তারা। আর তাতেই ধরা দিল সাফল্য।

‘সি’ গ্রুপ থেকে ইউরোর চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে হলে সোমবার (২০ নভেম্বর) ইউক্রেনের বিপক্ষে ড্র করলেই হতো ইতালিকে। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে ইউরোর টিকিট পেয়ে গেছে ইতালি। বাছাইয়ের ১০ গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ দুই দল মূল পর্বে জায়গা করে নিয়েছে। জার্মানি স্বাগতিক হওয়ায় তারা সরাসরি খেলবে। বাকি তিনটি দল আসবে প্লে-অফ খেলে।

ড্রয়ের পর ‘সি’ গ্রুপের রানার্সআপ হিসেবে মূল পর্বে জায়গা করে নিয়েছে ইতালি। দুই দলেরই পয়েন্ট সমান ১৪। এমনকি জয়, হার ও ড্র করা ম্যাচের সংখ্যাও সমান। তবে দুই দলের প্রথম দেখায় ইতালি ২-১ ব্যবধানে জয় পাওয়ায় তারাই মূল পর্বে জায়গা করে নিয়েছে। তবে এই ড্রয়ের পর ইউক্রেন একেবারেই ছিটকে পড়েনি। তাদের পার হতে হবে প্লে-অফের বাঁধা।

আগামী বছর জুন-জুলাই মাসে অনুষ্ঠিত হবে ইউরোপিয়ান ফুটবলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর উয়েফা ইউরো ২০২৪। জার্মানির ১০ শহরে হবে ২৪ দলের এই ফুটবল লড়াই। আসরের বর্তমান চ্যাম্পিয়ন ইতালি।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের এটা ছিল হোম ম্যাচ। তবে নিজেদের মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অবস্থা না থাকায় খেলা হয়েছে জার্মান বুন্দেসলিগার ক্লাব বেয়ার লেভারকুসেনের মাঠ বে অ্যারেনায়। ঘরের ম্যাচ পরের মাঠে খেলতে হলেও ইতালির কঠিন পরীক্ষা নিয়েছে ইউক্রেন। একেবারে শেষ সময়ে ইউক্রেনের একটি পেনাল্টির দাবি রেফারি নাকচ করে দিলে রক্ষা পায় ইতালি। তবে রেফারির সিদ্ধান্ত নিয়ে ইউক্রেনীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটের ঘটনা সেটি। ইতালির ডি বক্সে ট্যাকলের শিকার হয়ে পড়ে যান চেলসির ইউক্রেনীয় উইঙ্গার মিখাইলো মুদরিক। সঙ্গে সঙ্গে পেনাল্টির জোরালো আবেদন করে ইউক্রেন। কিন্তু ভিএআরে ঘটনাটি খুব অল্প সময়ে পর্যালোচনা করেই বাতিল করে দেওয়া হয়। । এর আগে অবশ্যে জিয়ানলুইজি দোনারুমা বেশ কিছু দুর্দান্ত সেভ করে ইতালিকে বাঁচিয়েছেন। বল পজিশন নিজেদের দখলে রেখে বেশ কিছু আক্রমণ ইতালিও করেছিল। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এর কিছুক্ষণ পর রেফারি শেষ বাঁশি বাজাতেই শুরু হয় ইতালীয়দের উচ্ছ্বাস।

অন্যদিকে গতরাতে মেসিডোনিয়ার বিপক্ষে ১-১ গোলে ম্যাচ ড্র করেছে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ইংল্যান্ডও। ৪১ মিনিটে মেসিডোনিয়াকে লিড এনে দেন আনিস ব্রাডিনি। ইংল্যান্ডের খেলোয়াড়েরা নিজেরা গোল না পেলেও ম্যাচে সমতায় ফেরা প্রতিপক্ষের কল্যাণেই। ৫৯ মিনিটে নিজেদের জালেই বল জড়ান মেসিডোনিয়ার মিডফ্লিডার জানি আতানাসভ।