আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাতর্স্কের কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে তিনজন শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছে।
বুধবার (২৮ জুন) ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্রামাতোরস্কের একটি রেস্তোরাঁ ও বিপণিকেন্দ্রে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হামলাটি হয়। ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা এ শহরটির অবস্থান রাশিয়ার দখলকৃত এলাকাগুলোর কাছে। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকে থাকতে পারে এবং উদ্ধার অভিযান অব্যহত রয়েছে।
ধ্বংসস্তুপ থেকে যে দুইজনের লাশ বের করা হয়েছে-তাদের একজনের বয়স ১৫ বছর এবং আরেক জনের বয়স ১২ বছর। উদ্ধারকারীরা এখনো উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।
ইউক্রেনের জরুরি পরিষেবা জানিয়েছে, এ হামলায় অন্তত ৫৬ জন আহত হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, তিনি নিহত ব্যক্তি, আহতদের চিৎকার ও কান্না দেখেছেন।
নিহতদের মধ্যে ১৭ বছর বয়সী একজন কিশোরীও আছেন বলে বিবিসি জানিয়েছে। কর্মকর্তারা বলেছেন, রুশ হামলায় যেখানে বিস্ফোরণ ঘটেছে সেখানে ভবনও ছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ও ড্রোন ফুটেছে ভবনের উল্লেখযোগ্য যে ক্ষতি হয়েছে তা দেখা গেছে।
বেলজিয়ানের ফ্রিল্যান্সার সাংবাদিক আর্নড বিবিসিকে বলেন, হামলার ঠিক কয়েক মিনিট আগে তিনি জনপ্রিয় রিয়া লাউঞ্জ রেস্তোরাঁয় ছিলেন। তিনি বলেছেন, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছে কারণ রেস্তোরাঁটি বিশাল।
তিনি জানান, হামলার সময় রেস্তোরাঁয় অন্তত ৮০ জন কাস্টমর ও কর্মী ছিলেন। তাই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেঙ্কো ইউক্রেনের টেলিভিশনকে বলেন, ক্রামাতোরস্ক শহরে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। প্রথম আঘাতটি শহরের কেন্দ্রস্থলে একটি রেস্তোরাঁয়। এখানে সাধারণ মানুষদের ভিড় ছিল। দ্বিতীয় আঘাতটি শহরের উপকণ্ঠে গ্রামে।
একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানিয়েছেন, তিনি হামলার পর মৃত মানুষ দেখেছেন, মানুষের চিৎকার শুনেছেন।
বর্তমানে শহরের কেন্দ্রস্থলে উদ্ধার অভিযান চলছে এবং নিরাপত্তা সংস্থাগুলো ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্তদের সরিয়ে নিয়ে যাচ্ছে। ইউক্রেনের ওপর চালানো এ হামলাকে ‘নৃশংস’ উল্লেখ করে রাশিয়ার নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস।
ক্রামতোর্স্ক হল দোনেৎস্ক প্রদেশের পশ্চিমে একটি প্রধান শহর। ২০২২ সালের এপ্রিল মাসে শহরের রেলওয়ে স্টেশনে হামলায় ৬৩ জনের মৃত্যুর পর শহরটি রাশিয়ান হামলার ঘন ঘন লক্ষ্যবস্তু হয়েছে। এই বছরের শুরুতে অ্যাপার্টমেন্ট বিল্ডিং এবং অন্যান্য বেসামরিক সাইটগুলোতে কমপক্ষে দুটি হামলা হয়েছিল।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ করে। এটিকে তারা ‘বিশেষ সামরিক অভিযান’ হিসাবে বর্ণনা করে। এছাড়া বেসামরিক সাইটগুলোকে লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করে রাশিয়া।