Dhaka শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইংল্যান্ডের সহকারী কোচ হলেন পোলার্ড

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৫২:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
  • ১৮৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার কাইরন পোলার্ড। এ সুবিধা নিতে চাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সাবেক ওয়েস্ট ইন্ডিজ তারকাকে সহকারি কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

রোববার (২৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।

এক বিবৃতিতে ইসিবি জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ড পুরুষ দলের সহকারী কোচ হিসেবে যোগ দেবেন পোলার্ড এবং স্থানীয় কন্ডিশন সম্পর্কে নিজের অভিজ্ঞতা প্রদান করবেন। ওয়েস্ট ইন্ডিজের ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ সাফল্যের অংশ ছিলেন পোলার্ড এবং এই ফরম্যাটে ছয়শ’র বেশি ম্যাচ খেলার বিপুল অভিজ্ঞতা আছে তার।

ইংল্যান্ডের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের কন্ডিশন ও উইকেট সম্পর্কে স্পষ্ট ধারণা পেতেই পোলার্ডকে নিয়োগ দিয়েছে ইসিবি। এর আগে অস্ট্রেলিয়ায় হওয়া ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মাইক হাসিকে নিয়োগ দিয়েছিল ইসিবি। সেবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।

টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে বেশ নামখ্যাতি আছে পোলার্ডের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি বিশ্বকাপ জিতেছেন তিনি। এছাড়া আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে জিতেছেন পাঁচটি শিরোপা। মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটিং কোচও তিনি। আগামী বিশ্বকাপ যেহেতু ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। তাই তার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

টি-টোয়েন্টি ক্রিকেটে পোলার্ড বিশ্বজুড়েই বড় নাম। দেশের হয়ে ১০১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, ছিলেন ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য। ২০২১ বিশ্বকাপে তো তিনিই অধিনায়ক ছিলেন। ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন পোলার্ড। তবে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইংল্যান্ডের সহকারী কোচ হলেন পোলার্ড

প্রকাশের সময় : ০৯:৫২:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার কাইরন পোলার্ড। এ সুবিধা নিতে চাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সাবেক ওয়েস্ট ইন্ডিজ তারকাকে সহকারি কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

রোববার (২৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।

এক বিবৃতিতে ইসিবি জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ড পুরুষ দলের সহকারী কোচ হিসেবে যোগ দেবেন পোলার্ড এবং স্থানীয় কন্ডিশন সম্পর্কে নিজের অভিজ্ঞতা প্রদান করবেন। ওয়েস্ট ইন্ডিজের ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ সাফল্যের অংশ ছিলেন পোলার্ড এবং এই ফরম্যাটে ছয়শ’র বেশি ম্যাচ খেলার বিপুল অভিজ্ঞতা আছে তার।

ইংল্যান্ডের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের কন্ডিশন ও উইকেট সম্পর্কে স্পষ্ট ধারণা পেতেই পোলার্ডকে নিয়োগ দিয়েছে ইসিবি। এর আগে অস্ট্রেলিয়ায় হওয়া ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মাইক হাসিকে নিয়োগ দিয়েছিল ইসিবি। সেবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।

টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে বেশ নামখ্যাতি আছে পোলার্ডের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি বিশ্বকাপ জিতেছেন তিনি। এছাড়া আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে জিতেছেন পাঁচটি শিরোপা। মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটিং কোচও তিনি। আগামী বিশ্বকাপ যেহেতু ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। তাই তার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

টি-টোয়েন্টি ক্রিকেটে পোলার্ড বিশ্বজুড়েই বড় নাম। দেশের হয়ে ১০১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, ছিলেন ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য। ২০২১ বিশ্বকাপে তো তিনিই অধিনায়ক ছিলেন। ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন পোলার্ড। তবে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে।