Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইংল্যান্ডের সব স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : 

ইংল্যান্ডের স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করছে দেশটির সরকার। দেশটির শিক্ষামন্ত্রী গিলিয়ান কিগান বলেন, শিক্ষা দপ্তর প্রধান শিক্ষকদের সঙ্গে আলোচনা এই সিদ্ধান্ত নিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, অফকমের এক প্রতিবেদন অনুযায়ী ১ থেকে ১২ বছরের শিশুদের ৯৭ শতাংশ স্কুলে ফোন ব্যবহার করছে। শিক্ষামন্ত্রী বলেন, ‘তুমি স্কুলে যাবে, পড়াশোনা করবে, বন্ধুত্ব করবে। অনেকের সঙ্গে পরিচয় হবে, সামাজিকতা বাড়বে এবং শিক্ষিত হবে। ফোন নিয়ে একা বসে থাকার জন্য তুমি স্কুলে যাও না।’

ফোন ব্যবহার নিষিদ্ধ করার ব্যাপারে নতুন আইনে প্রধান শিক্ষকদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। তারা যেভাবে সুবিধা মনে করেন তা বাস্তবায়ন করতে পারবেন। ফোন বাড়িতে রেখে আসতে বলতে পারেন, কিংবা আসার সময় জমা দিতে হতে পারে। আবার কাছে রাখারও অনুমতি দেওয়া যেতে পারে স্কুলটাইমে ব্যবহার না করার শর্তে।

দপ্তর থেকে দেওয়া ১৩ পৃষ্ঠার নির্দেশিকায় বলা আছে, ফোন ব্যবহার শুধুমাত্র যোগাযোগ জন্য ববাহর হবে। একইসঙ্গে শিক্ষকরাও এই সময়ে ফোন ব্যবহার করতে পারবেন না। জরুরি কাজের প্রয়োজনে শুধুমাত্র ফোন ব্যবহার করা যাবে।

এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন অভিভাবকরাও। তাদেরও সরসারি শিক্ষার্থীকে ফোন না দিয়ে স্কুলের অফিসিয়াল ফোনের মাধ্যমে সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

যুক্তরাজ্যের শিক্ষা সচিব গিলিয়ান কিগান বলেছেন, ‘স্কুল হলো বাচ্চাদের শেখার জায়গা। মোবাইল ফোন ক্লাসরুমে একটি অবাঞ্ছিত জিনিস। আমরা শিক্ষকদের আচরণের উন্নতি এবং পাঠদানে মনোযোগ দেওয়ার ওপর জোর দিচ্ছি।’

যুক্তরাজ্যের মিডিয়া ওয়াচডগ অফিস অব কমিউনিকেশনসের তথ্যমতে, দেশটির বারো বছর বয়সি শিক্ষার্থীদের অন্তত ৯৭ শতাংশের মোবাইল ফোন রয়েছে।

দাতব্য সংস্থা প্যারেন্টকাইন্ড দ্বারা পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে, ৪৪ শতাংশ পিতামাতা সন্তানদের ইলেকট্রনিক ডিভাইসে অত্যধিক সময় ব্যয় করার বিষয়ে উদ্বিগ্ন। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে এই উদ্বেগ ৫০ শতাংশের বেশি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইংল্যান্ডের সব স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ

প্রকাশের সময় : ১০:০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

ইংল্যান্ডের স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করছে দেশটির সরকার। দেশটির শিক্ষামন্ত্রী গিলিয়ান কিগান বলেন, শিক্ষা দপ্তর প্রধান শিক্ষকদের সঙ্গে আলোচনা এই সিদ্ধান্ত নিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, অফকমের এক প্রতিবেদন অনুযায়ী ১ থেকে ১২ বছরের শিশুদের ৯৭ শতাংশ স্কুলে ফোন ব্যবহার করছে। শিক্ষামন্ত্রী বলেন, ‘তুমি স্কুলে যাবে, পড়াশোনা করবে, বন্ধুত্ব করবে। অনেকের সঙ্গে পরিচয় হবে, সামাজিকতা বাড়বে এবং শিক্ষিত হবে। ফোন নিয়ে একা বসে থাকার জন্য তুমি স্কুলে যাও না।’

ফোন ব্যবহার নিষিদ্ধ করার ব্যাপারে নতুন আইনে প্রধান শিক্ষকদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। তারা যেভাবে সুবিধা মনে করেন তা বাস্তবায়ন করতে পারবেন। ফোন বাড়িতে রেখে আসতে বলতে পারেন, কিংবা আসার সময় জমা দিতে হতে পারে। আবার কাছে রাখারও অনুমতি দেওয়া যেতে পারে স্কুলটাইমে ব্যবহার না করার শর্তে।

দপ্তর থেকে দেওয়া ১৩ পৃষ্ঠার নির্দেশিকায় বলা আছে, ফোন ব্যবহার শুধুমাত্র যোগাযোগ জন্য ববাহর হবে। একইসঙ্গে শিক্ষকরাও এই সময়ে ফোন ব্যবহার করতে পারবেন না। জরুরি কাজের প্রয়োজনে শুধুমাত্র ফোন ব্যবহার করা যাবে।

এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন অভিভাবকরাও। তাদেরও সরসারি শিক্ষার্থীকে ফোন না দিয়ে স্কুলের অফিসিয়াল ফোনের মাধ্যমে সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

যুক্তরাজ্যের শিক্ষা সচিব গিলিয়ান কিগান বলেছেন, ‘স্কুল হলো বাচ্চাদের শেখার জায়গা। মোবাইল ফোন ক্লাসরুমে একটি অবাঞ্ছিত জিনিস। আমরা শিক্ষকদের আচরণের উন্নতি এবং পাঠদানে মনোযোগ দেওয়ার ওপর জোর দিচ্ছি।’

যুক্তরাজ্যের মিডিয়া ওয়াচডগ অফিস অব কমিউনিকেশনসের তথ্যমতে, দেশটির বারো বছর বয়সি শিক্ষার্থীদের অন্তত ৯৭ শতাংশের মোবাইল ফোন রয়েছে।

দাতব্য সংস্থা প্যারেন্টকাইন্ড দ্বারা পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে, ৪৪ শতাংশ পিতামাতা সন্তানদের ইলেকট্রনিক ডিভাইসে অত্যধিক সময় ব্যয় করার বিষয়ে উদ্বিগ্ন। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে এই উদ্বেগ ৫০ শতাংশের বেশি।