স্পোর্টস ডেস্ক :
আইপিএলে দল পেয়েও নিজেকে সরিয়ে নিয়েছিলেন হ্যারি ব্রুক। আন্তর্জাতিক সূচিতে কোনো খেলা না থাকলেও নিজেকে আইপিএলে রাখেননি এই ইংলিশ ব্যাটার। এরপরেই ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে নিষিদ্ধ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় এই মঞ্চে। কিন্তু আইপিএল থেকে নিষিদ্ধ হলেও ইংলিশ ব্যাটার যেন তার কাঙ্ক্ষিত পদটাই পেয়ে গেলেন কদিনের মাঝে।
বহু নাটকীয়তার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত হ্যারি ব্রুকের কাছেই ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব তুলে দেয়া হলো। ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে জশ বাটলারের রেখে যাওয়া দায়িত্ব এখন থেকে পালন করবেন তরুণ এই টপঅর্ডার ব্যাটার। ২৬ বছর বয়েসী এই ব্যাটার কিছুটা অনভিজ্ঞ হলেও গেল বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে তার অধিনায়কত্ব নজর কেড়েছিল সবার।
অধিনায়ক হিসেবে ব্রুকের প্রথম অ্যাসাইনমেন্ট আগামী মে মাসের শেষদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ।
ব্রুক বলেন, ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হওয়া আমার জন্য এক বিশাল সম্মানের বিষয়। আমি যখন বার্লি ইন ওয়ার্ফডেল ক্লাবে ছোটবেলায় ক্রিকেট খেলতাম, তখন থেকেই স্বপ্ন দেখতাম ইয়র্কশায়ারের হয়ে খেলার, ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করার এবং একদিন দলের অধিনায়ক হওয়ার। এখন সেই সুযোগ পাওয়া আমার জন্য অনেক বড় ব্যাপার।
২০২২ সালে আন্তর্জাতিক অভিষেকের পর থেকেই ব্রুক তিন ফরম্যাটেই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন। বর্তমানে টেস্ট র্যাংকিংয়ে ইংল্যান্ডের জো রুটের পর দুই নম্বরে আছেন ব্রুক। গত বছর পাকিস্তানের বিপক্ষে মুলতানে ক্যারিয়ারসেরা ৩১৭ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি ব্যাটার।
নেতৃত্বের দিক থেকে তুলনামূলকভাবে অভিজ্ঞতা কম ব্রুকের। তবে ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। পুরুষদের দ্য হান্ড্রেড টুর্নামেন্টে নর্দার্ন সুপারচার্জার্সের অধিনায়ক হিসেবেও খেলেছেন।
ওয়ানডে অধিনায়ক হিসেবে আলোচনায় থাকলেও ২০২২ সালে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা এবং বর্তমানে হ্যামস্ট্রিং অস্ত্রোপচারের পুনর্বাসনে থাকায় স্টোকসকে দায়িত্ব দেওয়া হয়নি।
মার্চে ইংল্যান্ডের পুরুষ দলের ম্যানেজিং ডিরেক্টর রব কি বলেন, ‘বেন স্টোকসকে বিবেচনা না করা ‘বোকামি’ হবে, তবে পরিস্থিতি বিবেচনায় আমরা ব্রুককেই বেছে নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমি দারুণ খুশি যে হ্যারি ব্রুক এই দায়িত্ব নিতে রাজি হয়েছে। আমাদের উত্তরাধিকার পরিকল্পনায় সে অনেকদিন ধরেই ছিল। যদিও সুযোগ কিছুটা আগে চলে এসেছে।’
এখন পর্যন্ত ইংল্যান্ডের জার্সিতে ২৬টি ওয়ানডে খেলেছেন ব্রুক। ৩৪ গড়ে ৮১৬ রান করেছেন। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে অধিনায়ক হিসেবে একটি ম্যাচজয়ী সেঞ্চুরিও আছে। আর ৪৪ টি-টোয়েন্টিতে গড় ২৮.৫০, সর্বোচ্চ রান ৮১*।