স্পোর্টস ডেস্ক :
চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরকে ভুলে যেতে চাইবে ইংল্যান্ড। গ্রুপ পর্বের তিন ম্যাচের একটিও জয় পায়নি জশ বাটলারের দল। প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে গিয়েছিল ইংলিশরা। নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে আবারও সেই একই ব্যর্থতা। এ নিয়ে টানা তিন আইসিসি ইভেন্টে ব্যর্থ ইংল্যান্ড।
শনিবার (১ মার্চ) চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বি’এর শেষ ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে মাত্র ৩৮.২ ওভারে ১৭৯ রান করে অলআউট হয়েছে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ২৯.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় টেমভা বাভুমার দল। আর এ জয়ে গ্রুপ বি’থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো প্রোটিয়ারা।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ক্রিস্টান স্টাবস। ৫ বলে শূন্য রান করে ফেরেন তিনি। ইনিংস বড় করতে পারেননি আরেক ওপেনার রিয়ান রিকেলটনও। ২৫ বলে ২৭ রান করেন তিনি।
তবে হেইনরিচ ক্লাসেনকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ভ্যান ডের ডুসেন। দুজনের ব্যাটে ভর করে ১৯ ওভারে ১০০ রানের কোটা পার করে দক্ষিণ আফ্রিকা। ৪১ বলে ফিফটি তুলে নেন ক্লাসেন, আর ৭২ বলে ডুসেন। এতে জয়ের পথে এগিয়ে যেতে থাকে প্রোটিয়া।
শেষ পর্যন্ত ক্লাসেনের ৫৬ বলে ৬৪ রান এবং ডুসেনের ৮৭ বলের অপরাজিত ৭২ রানে ভর করে ১২৫ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকার।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ফিল সল্ট (৮)। ৩ বলে শূন্য রান করে ফেরেন স্মিথ। তবে রুটকে সঙ্গে নিয়ে রান তোলার চেষ্টা করেন বেন ডাকেট।
কিন্তু ২১ বলে ২৪ রান করে ক্যাচ আউট হন এই ইংলিশ ওপেনার। ২৯ বলে ১৯ রান করে তাকে সঙ্গ দেন হ্যারি ব্রুক। এদিন ফিফটি তুলতে পারেননি রুট। ৪৪ বলে ৩৭ রান করে বোল্ড আউট হন এই অভিজ্ঞ ব্যাটার।
এরপর শুরু হয়ে ইংলিশদের উইকেট মিছিল। লাইম লিভিংস্টোন (৯), ওভারটোন (১১), জোফরা আর্চার (২৫) এবং আদিল রশিদ আউট হন ২ রানে। আর নিজের নেতৃত্ব শেষ ম্যাচে ৪৩ বলে ২১ রান করে ফেরেন বাটলার। এতে ৩৮ ওভার ২ বল খেলে ১৭৯ রানে অলআউট হয় ইংল্যান্ড।
দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি করে উইকেট শিকার করেন মার্কো ইয়ানসেন ও মুল্ডার। এ ছাড়াও কেশব মহারাজ দুটি, লুঙ্গি এনগিডি শিকার করেন একটি করে উইকেট।