Dhaka শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগের সাবেক ইউপি চেয়ারম্যানসহ নেতাকর্মীরা যোগ দিলেন বিএনপিতে

শরীয়তপুর জেলা প্রতিনিধি :

শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর ডামুড্যায় গণসংযোগকালে কার্যক্রম নিষিদ্ধ ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিধলকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানে আলম খোকন মাদবর অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

শুক্রবার (৫ নভেম্বর) শরীয়তপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর ডামুড্যা উপজেলার শিধুলকুড়া ইউনিয়নের তালতলা এলাকায় গণসংযোগের সময় তারা বিএনপিতে যোগ দেন। এ সময় মিয়া নুরুদ্দিন অপু তাদের হাতে ফুলের মালা পরিয়ে দিয়ে দলীয় পতাকা ও টুপি তুলে দেন। বিএনপি নেতাকর্মীরা তাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

বিএনপি নেতারা জানান, শুক্রবার ডামুড্যা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ শেষে বিকেলে শিধলকুড়া ইউনিয়নের তালতলা এলাকায় পৌঁছালে জানে আলম খোকন মাদবর স্বাগত জানান এবং মিয়া নুরুদ্দিন অপুর হাত ধরে বিএনপিতে যোগদান করেন।

যোগদানের পর জানে আলম খোকন মাদবর বলেন, ‘আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করেছি। কিন্তু সাবেক সাংসদ নাহিম রাজ্জাক আমার জীবনে যে ক্ষতি করেছেন, তা অপূরণীয়। ২০১৮ সালের নির্বাচনে আমি নৌকার প্রার্থীর পক্ষে কাজ করিনি। আজ অপু ভাই আমার বাড়িতে এসে গলায় ফুলের মালা পরিয়ে দিয়েছেন। জীবন দিয়ে হলেও এই মালার সম্মান রাখব। শিধলকুড়া ইউনিয়ন আগে নৌকার ঘাঁটি ছিল, এখন থেকে এটি ধানের শীষের ঘাঁটিতে পরিণত হবে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র নেতা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতারাসহ সহস্রাধিক নেতাকর্মী।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আ.লীগের সাবেক ইউপি চেয়ারম্যানসহ নেতাকর্মীরা যোগ দিলেন বিএনপিতে

আ.লীগের সাবেক ইউপি চেয়ারম্যানসহ নেতাকর্মীরা যোগ দিলেন বিএনপিতে

প্রকাশের সময় : ১২:০০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

শরীয়তপুর জেলা প্রতিনিধি :

শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর ডামুড্যায় গণসংযোগকালে কার্যক্রম নিষিদ্ধ ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিধলকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানে আলম খোকন মাদবর অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

শুক্রবার (৫ নভেম্বর) শরীয়তপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর ডামুড্যা উপজেলার শিধুলকুড়া ইউনিয়নের তালতলা এলাকায় গণসংযোগের সময় তারা বিএনপিতে যোগ দেন। এ সময় মিয়া নুরুদ্দিন অপু তাদের হাতে ফুলের মালা পরিয়ে দিয়ে দলীয় পতাকা ও টুপি তুলে দেন। বিএনপি নেতাকর্মীরা তাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

বিএনপি নেতারা জানান, শুক্রবার ডামুড্যা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ শেষে বিকেলে শিধলকুড়া ইউনিয়নের তালতলা এলাকায় পৌঁছালে জানে আলম খোকন মাদবর স্বাগত জানান এবং মিয়া নুরুদ্দিন অপুর হাত ধরে বিএনপিতে যোগদান করেন।

যোগদানের পর জানে আলম খোকন মাদবর বলেন, ‘আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করেছি। কিন্তু সাবেক সাংসদ নাহিম রাজ্জাক আমার জীবনে যে ক্ষতি করেছেন, তা অপূরণীয়। ২০১৮ সালের নির্বাচনে আমি নৌকার প্রার্থীর পক্ষে কাজ করিনি। আজ অপু ভাই আমার বাড়িতে এসে গলায় ফুলের মালা পরিয়ে দিয়েছেন। জীবন দিয়ে হলেও এই মালার সম্মান রাখব। শিধলকুড়া ইউনিয়ন আগে নৌকার ঘাঁটি ছিল, এখন থেকে এটি ধানের শীষের ঘাঁটিতে পরিণত হবে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র নেতা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতারাসহ সহস্রাধিক নেতাকর্মী।